Rocket customer care number - রকেট হেল্প লাইন নাম্বার ২০২৩

হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা, আপনারা তো বেশিরভাগ মানুষ রয়েছেন যারা রকেট ব্যবহার করেন তাই না। কিন্তু রকেট ব্যবহার করার ক্ষেত্রে টাকা লেনদেন করুন বা বিদ্যুৎ বিল পরিশোধ করুন অনেক সময় আমরা সমস্যার সম্মুখীন হয় তাই তো। আর সমস্যার সম্মুখীন হওয়ার পর প্রথম যে কথাটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে rocket customer care number বা রকেট হেল্পলাইন নাম্বার তাদের ঠিকানা খুঁজে বের করে তাদের সঙ্গে যোগাযোগ করা।

Rocket customer care number, রকেট হেল্পলাইন নাম্বার ২০২৩

এ কারণেই আজকে আমি আপনাদের সামনে রকেট rocket customer care number তাদের ঠিকানা, তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন কিভাবে তাদের সহযোগিতা নিবেন সে সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই আপনি যদি একজন রকেট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন আজকের এই আর্টিকেলে। চলুন শুরু করা যাক।

পেজ সূচিপত্রঃ Rocket customer care number - রকেট হেল্প লাইন নাম্বার ২০২৩

রকেট কি? What is Rocket

আচ্ছা rocket customer care number জানার আগে আমাদের কি এটা জানা উচিত নয় যে রকেট আসলে কি। কেননা এখনও বর্তমানে আমাদের দেশে এমন অনেক মানুষজন রয়েছে যারা জানি না যে Rocket কি জিনিস, তারা রকেট বলতে শুধু আকাশ দিয়ে উড়ে যায় এই জিনিসটাই বুঝে। রকেট হচ্ছে বিকাশ, নগদের মতো একটি মোবাইল ব্যাংকিং সেবা যেটি ডাচ বাংলা ব্যাংক দ্বারা পরিচালিত হয়। 

অর্থাৎ আপনারা যারা ডাচ বাংলা ব্যাংকের মোবাইলে লেনদেন করে থাকেন তাদের কাছে এই রকেট নামটি একদম সুপরিচিত। Rocket এর মাধ্যমে এখন এক মোবাইল থেকে অন্য মোবাইলে খুব সহজে টাকা পাঠানো যায় এছাড়াও রকেটে আরো নতুন নতুন ফিচারস ইনক্লুড করা হয়েছে সেগুলো হচ্ছে আপনি রকেটের মাধ্যমে এখন বাড়ির বিল পরিশোধ করতে পারবেন, ওয়াইফাই বিল পরিশোধ করতে পারবেন, গ্যাসের বিল দিতে পারবেন, পানির বিল দিতে পারবেন আরো অনেক ফিচার আর ইন ফিউচারে রকেট কর্তৃপক্ষ এমপ্লয়মেন্ট করতে চলেছে। 

আর এই রকেটে মোবাইল ব্যাংকিং সেবায় যখন আমরা টাকা পাঠানোর কাজ করি তখন অনেক সময় আমরা সমস্যার সম্মুখীন হয় আমাদের একাউন্টে ডিজেবল হয়ে যায় বা টাকা পৌঁছায় না অনেক ধরনের টেকনিক্যাল সমস্যা দেখা দেয় আর তখনই যেটার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে rocket customer care number বা রকেট হেল্পলাইন নাম্বার। তাই আজকে আমরা আপনাকে দেখিয়ে দেবো রকেট হেল্পলাইন নাম্বার কোনটি কিভাবে রকেট কাস্টমার কেয়ার নাম্বার পাবেন এবং কিভাবে তাদের সাথে যোগাযোগ করে তাদের সার্ভিসটি নিবেন।

Rocket Customer Care Number | কাস্টমার কেয়ার নাম্বার ২০২৩

rocket customer care number নাম্বারটি হচ্ছে ১৬২১৬। আর এই কাস্টমার নাম কেয়ার নাম্বারটি ২৪ ঘন্টায় অ্যাভেলেবল আপনি দিনে রাতে যে কোন সময় এই নাম্বারে কল করতে পারবেন এবং তাদের সার্ভিস নিতে পারবেন। আমরা টাকা পাঠাতে বলেন বা অ্যাকাউন্ট জনিত অনেক সমস্যায় পরি যখন আমাদের এই রকেট কাস্টমার কেয়ার নাম্বার অথবা রকেট হেল্পলাইন নাম্বারের প্রয়োজন পড়ে। 

আর আমরা গুগলে সার্চ করি বা YouTube এ সার্চ করে কিন্তু অনেক সময় ফেক তথ্য পায় যেটার দরুন আমরা ভুয়া মানুষকে কল করে ফেলি এবং আমাদের টাকাগুলো চলে যায় অতএব সাবধানতা অবলম্বন করে আপনাকে রকেট কাস্টমার কেয়ার নাম্বার জানতে হবে এবং সেটাই কিভাবে সাহায্য নিতে হয় সেটাও জানতে হবে।

Rocket helpline number | রকেট হেল্পলাইন নাম্বার ২০২৩

শুধু যে টাকা লেনদেন করার ক্ষেত্রে রকেটের সমস্যা হয় এমনটা না এমন টাও হয়েছে আমরা অনেক সময় আমাদের রকেট পিন ভুলে যাই এবং পিনটা রিকভারি করার জন্য হলেও আমাদেরকে রকেট কাস্টমার কেয়ার সার্ভিস বা রকেট হেল্পলাইন নাম্বারের প্রয়োজন হয় কারণ এই Rocket helpline number কল করার পরে আমরা আমাদের তথ্যগুলো দিয়ে সেখান থেকে আমাদের পিন আবার পুনরুদ্ধার করতে পারি।

Rocket customer care number, রকেট হেল্পলাইন নাম্বার ২০২৩

রকেট হেল্পলাইন নাম্বার হচ্ছে ১৬২১৬ এবং এটি আপনি দিনের যেকোনো সময় কল করতে পারেন আর রকেট এজেন্ট আপনাকে যেকোনো ধরনের সমস্যার সমাধান দিবে খুব সহজে এবং তাদের কাস্টমার সার্ভিস খুবই ভালো।

  • রকেট হেল্পলাইন নাম্বার ১৬২১৬
  • আন্তর্জাতিক কলের জন্য ০৯৬৬৬৭১৬২১৪
  • ইমেইল ibsupport@dutchbanglabank.com

ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড পরিষেবার জন্য রকেট হেল্পলাইন নাম্বার ২০২৩

  • রকেট হেল্পলাইন নাম্বার ১৬২১৬
  • ইমেইল cards@dutchbanglabank.com

রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয়

রকেট হেল্পলাইন নাম্বার বা রকেট কাস্টমার কেয়ার নাম্বার লিখে সার্চ করার পর আপনি যখন আমাদের এই ওয়েবসাইটে ঢুকেছেন তাহলে আপনারা কেন শুধু এই দুইটা জিনিসই জেনে যাবেন আপনাদেরকে বোনাস একটা জিনিস জানিয়ে যায় যে রকেটের পিন ভুলে গেলে করণীয় কি অর্থাৎ আপনার রকেটের পিন যদি আপনি ভুলে যান তাহলে সেটাকে কিভাবে রিকভারি করবেন এক্সট্রা বোনাস তথ্য আপনাকে এখন আমরা দিতে চলেছি।

দেখুন এমন অনেক সময় হয়েছে যে আমরা রকেটে পিন ভুলে যাই সেটা যেকোনো কারণেই হতে পারে আমাদের মনে থাকে না অথবা ভুল প্রিন তিনবার টাইপ করার পর আমাদের রকেট একাউন্টটি ব্লক হয়ে যায় এক্ষেত্রে আপনার করণীয় কি

এক্ষেত্রে আপনি প্রথমে Rocket Customer Care Number ১৬২১৬ এ নাম্বারে কল করুন তারা প্রতি মিনিট ০২ টাকা করে চার্জ কাটতে পারে এজন্য আপনার সিমে যেন ৩০ টাকার বেশি থাকে তারপর আপনি এই নাম্বারে কল করে তাদের কাস্টমার সাপোর্ট নিতে পারেন এবং তখন আপনাকে তারা কিছু প্রশ্ন করবে যেগুলো আর আপনাকে সঠিক উত্তর দিতে হবে সে প্রশ্নগুলো নিচে বুলেট পয়েন্ট আকারে তুলে ধরলাম

  • যেমন বর্তমান আপনার রকেটের ব্যালেন্স কত রয়েছে
  • অ্যাকাউন্ট যে নামে আছে সেই নামের সাথে আপনার নামের মিল থাকতেই হবে
  • সর্বশেষ দুইটি লেনদেন এর বিবরণ আপনাকে প্রোভাইড করতে হবে

আরো কিছু আনুষঙ্গিক প্রশ্ন তারা করবে এই সকল প্রশ্নগুলো যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে তারা আপনার পিনটি এসএমএস এর মাধ্যমে আপনাকে দিয়ে দেবে অথবা আপনার রকেট একাউন্টটি আনলক করে দেবে।

Rocket customer care Office Address | রকেট কাস্টমার কেয়ার অফিসের ঠিকানা

  • রকেট হেল্পলাইন কল নাম্বার: ১৬২১৬
  • রকেট অফিস ঢাকা: সেনা কল্যাণ ভবন, ৪র্থ তলা, ১৯৫ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
  • টেলিফোন নাম্বার: (৮৮০২) ৪৭১১০৪৬৫, ৪৭১১৫১৫৫, ৪৭১১৪৭৯৫
  • IP ফোন নাম্বার HELPLINE NUMBER: (৮৮০) -৯৬১২৩২২১০০, (৮৮০) -৯৬৬৬৩২২১০০.
  • রকেট অফিসিয়াল ওয়েবসাইট: http://www.dutchbanglabank.com

Rocket Customer Care in Dhaka | ঢাকায় রকেট কাস্টমার কেয়ার

রকেট কাস্টমার কেয়ার নাম্বার অথবা রকেট হেল্পলাইন নাম্বারের জন্য আপনি তাদের নিজস্ব ব্রাঞ্চে গিয়েও যোগাযোগ করতে পারেন এজন্য নিচে আপনাকে ঢাকার কয়েকটি ব্রাঞ্চের ঠিকানা দিয়ে দেওয়া হলো। আর ডেবিট ক্রেডিট কার্ডের জন্য ঢাকায় যে ব্রাঞ্চ, ইন্টারনেট ব্যাংকিং এর জন্য ঢাকার যে ব্রাঞ্চ, এসএমএস বা সতর্কতা banking এর জন্য ঢাকার যে ব্রাঞ্চ রয়েছে তাদের আলাদা আলাদা ঠিকানা নিচে তুলে ধরলাম।

ডেবিট/ক্রেডিট কার্ড

  • ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
  • কার্ড অপারেশন বিভাগ, প্রধান কার্যালয়
  • ৩১৫/B (২য় তলা)
  • শহীদ তাজউদ্দীন আহমদ সরণি
  • তেজগাঁও আই/এ, ঢাকা - ১২০৮
  • বাংলাদেশ

ইন্টারনেট ব্যাঙ্কিং

  • ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ইন্টারনেট ব্যাংকিং হেল্প ডেস্ক
  • ডাচ-বাংলা ব্যাংক লি.
  • ১৭ তলা
  • ৪৭ মতিঝিল C/A
  • ঢাকা-১০০০

এসএমএস এবং সতর্কতা ব্যাংকিং

  • ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এসএমএস এবং অ্যালার্ট ব্যাংকিং হেল্প ডেস্ক
  • ডাচ-বাংলা ব্যাংক লি.
  • ১৭ তলা
  • ৪৭ মতিঝিল C/A
  • ঢাকা-১০০০
  • বাংলাদেশ

শেষ কথাঃ Rocket customer care number - রকেট হেল্পলাইন নাম্বার ২০২৩

আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন Rocket Customer Care Number, রকেট হেল্পলাইন নাম্বার কোনটি এবং কিভাবে রকেট হেল্পলাইন নাম্বারে কল করার মাধ্যমে তাদের সার্ভিসগুলো আপনারা নেবেন রকেটে পিন নাম্বার ভুলে গেলে কিভাবে সেটাকে রিকভারি করবেন রকেট কাস্টমার কেয়ার ঢাকার সকল ব্রাঞ্চ সমূহের ঠিকানা সহ আরো অনেক কিছু।

আপনার অবশ্যই পড়া উচিৎঃ নগদ কাস্টমার কেয়ার নাম্বার

আজকের এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পোস্টটা শেয়ার করতে ভুলবেন না যাতে করে অন্যান্য মানুষজন এটি পড়ে উপকৃত হতে পারে। আর এমনই সব ইন্টারেস্টিং টিপস এবং ট্রিকস যদি প্রতিনিয়ত জানতে চান তাহলে ড্রিম আইটিসির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে।😊 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url