বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও লোকেশন (সকল ব্রাঞ্চ)

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও লোকেশন সম্পর্কে জানতে চান? তাহলে সঠিক জায়গাতে এসেছেন। অনেকেই বাংলালিংক সিম ব্যবহার করি কিন্তু বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও লোকেশন সম্পর্কে অনেকের তেমনভাবে ধারণা থাকে না। এই আর্টিকেলে বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও লোকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

তাহলে চলুন দেরি না করে ঝটপট বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও লোকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। উক্ত বিষয়টি সম্পর্কে জানতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।

সূচিপত্রঃ বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও লোকেশন

বাংলালিংক কোম্পানির হেডকোয়ার্টার কোথায়

বাংলাদেশে যে সকল সিম কোম্পানি রয়েছে এগুলোর মধ্যে অন্যতম হলো বাংলালিংক। অনেকেই আছে যারা banglalink কোম্পানির হেড অফিসের ঠিকানা জানতে চাই। বর্তমান সময়ে এমন কোন ব্যক্তি নেই যারা মোবাইল ফোন ব্যবহার করে না। আর মোবাইল ফোন ব্যবহার করলে আমাদের মোবাইলে সিম থাকবে এটা স্বাভাবিক। বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও লোকেশন জানার আগে আমরা বাংলালিংক কোম্পানির হেডকোয়ার্টার কোথায়? বিষয়টি সম্পর্কে জেনে নেব।

আরো পড়ুনঃ মেয়েদের ঘরে বসে আয় করার ৩০টি সেরা উপায়

সাধারণত যার যে কোম্পানির সিম পছন্দ হয় তারা সেই কোম্পানির সিম ব্যবহার করে থাকে। এখন আপনি যদি বাংলালিংক কোম্পানির হেডকোয়ার্টার কোথায়? এই বিষয়ে সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে বলে রাখি যে banglalink কোম্পানির হেডকোয়ার্টার হল টাইগার হাউস বাড়ি # এসডব্লিউ ০৪, গুলশান অ্যাভিনিউ, গুলশান মডেল টাউন ঢাকা।

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার

অনেক সময় আমাদের বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও লোকেশন এর প্রয়োজন হয়। সাধারণত তখন আমরা বেশিরভাগ মানুষ এই বিষয়গুলো সম্পর্কে জানি না যার ফলে বিভিন্ন বিপদের মুখে পড়ে থাকি। এখন আপনি যদি বাংলালিংক কাস্টমার কেয়ারে ফোন দিতে চান তাহলে অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ার নাম্বার জানা লাগবে।

যদি আমাদের বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার জানা থাকে তাহলে খুব সহজেই আমরা সেই নাম্বারে ফোন দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান এবং পরামর্শ নিতে পারব। সাধারণত এই কারণেই বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার জেনে রাখা উচিত। তাই আপনারা যারা banglalink কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে জানতে চান তাদের জন্য নিচে উল্লেখ করা হলো।

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার হল - ১২১ অথবা ০১৯১১৩০৪১২১

আপনি যদি ১১ ডিজিটের নাম্বারটি মনে রাখতে না পারেন তাহলে আপনি খুব সহজেই ১২১ নাম্বারে ফোন দিয়ে যেকোনো সময় কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন। সাধারণত তারা ২৪ ঘন্টাই আপনাদের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছে। যেহেতু বড় নাম্বারটি মনে রাখা অনেক কঠিন কাজ সেও তো খুব সহজেই ছোট নাম্বার অর্থাৎ ১২১ ফোন দিয়ে কাস্টমার কেয়ারের সাথে কথা বলার যায়।

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও লোকেশন

আপনি যদি কাস্টমার কেয়ার নাম্বার এর সাথে তাদের ঠিকানা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও লোকেশন সম্পর্কে বিস্তারিত জানতে হবে। যেহেতু অনেকেই কাস্টমার কেয়ারের লোকেশনে যেতে চাই সাধারণত তাদেরকে বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও লোকেশন জানার প্রয়োজন হয়। তাই নিচের বিষয়টি আলোচনা করা হলো।

১। বাংলালিক কাস্টমার কেয়ার ঠিকানা রাজশাহী - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ উপশহর, 19A, ক্যান্টনমেন্ট রোড, নিচতলা, উত্তরা ক্লিনিক মোর, উপশহর, রাজশাহী

২। বাংলালিংক কাস্টমার কেয়ার লালমনিরহাট - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ বাংলালিংক সেন্টার, দোকান নং # 16, 17,18 পাটোয়ারী শপিং কমপ্লেক্স, গোশালা রোড, লালমনিরহাট 5500

৩। বাংলালিংক কাস্টমার কেয়ার রংপুর - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ বাংলালিংক সেন্টার, মৌভাসা বিল্ডিং (নিচ তলা), পায়রা চত্বর রংপুর, 5400

৪। বাংলালিংক কাস্টমার কেয়ার নীলফামারী - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ বাংলালিংক সেন্টার, সৈয়দপুর প্লাজা, সৈয়দপুর – নীলফামারী, সৈয়দপুর 5310

৫। বাংলালিংক কাস্টমার কেয়ার ঠিকানা শেরপুর - মোবাঃ ০১৯-১৪৪১৭০৩৯

ঠিকানাঃ 153/154 {1ম তলা}, শহীদবুলবুল সড়ক, শেরপুর, শেরপুর, 2100, ঢাকা, বাংলাদেশ

৬। বাংলালিংক কাস্টমার কেয়ার ঢাকা যমুনা ফিউচার পার্ক - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ এক্সপেরিয়েন্স সেন্টার, যমুনা ফিউচার পার্ক, লেভেল-৪, ব্লক-সি, দোকান# 4c-015, প্রগতি শরণি, কুড়িল।

৭। বাংলালিংক কাস্টমার কেয়ার জামালপুর - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ বাংলালিংক সেন্টার, হোল্ডিং নং # 0094-O1, জামে মসজিদ রোড, সদর, জামালপুর জামালপুর সদর, 2000

৮। বাংলালিংক কাস্টমার কেয়ার টাঙ্গাইল - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ সবুর খান টাওয়ার, বাংলালিংক সেন্টার, কাজী অফিস রোড পূর্ব আদালত পাড়া {পিছনে, টাঙ্গাইল 1900}

৯। বাংলালিংক কাস্টমার কেয়ার ঠিকানা গুলশান-১ - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ বাঘের আস্তানা, প্লট ৪, বীর উত্তম মীর শওকত হাঙর, গুলশান-১, ঢাকা-১২১২

আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব - ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

১০। বাংলালিংক কাস্টমার কেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ এরাইভাল লাউঞ্জ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা

১১। বাংলালিংক কাস্টমার কেয়ার ঠিকানা মিরপুর - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ 1/11, শতরাজ জিম, গ্রাউন্ড ফ্লোর, মিরপুর – 11.5 (সরে আগারো), পল্লবী, ঢাকা

১২। বাংলালিংক কাস্টমার কেয়ার পঞ্চগড় - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ বাংলালিংক সেন্টার, আফসার প্লাজা ( নিচতলা ), বকুল টোলা মসজিদ রোড পঞ্চগড় সদর, 5000

১৩। বাংলালিংক কাস্টমার কেয়ার ঠিকানা ধানমন্ডি - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ শিমন্ত চত্বর, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা

১৪। বাংলালিংক কাস্টমার কেয়ার ঠিকানা চিটাগাং - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ গোলপাহাড় সার্কেল, ফোরাম কেন্দ্রীয়, নিচতলা, 787/863, এম এম আলী রোড, গোলপাহাড় সার্কেল, চট্টগ্রাম-৪০০০

১৫। বাংলালিংক কাস্টমার কেয়ার দিনাজপুর - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ বাংলালিংক সেন্টার, ফাতেমা বিথি বিল্ড, লুৎফুন টাওয়ারের পশ্চিম পাশে, দক্ষিণ মুন্সিপাড়া দিনাজপুর সদর, 5200

১৬। বাংলালিংক কাস্টমার কেয়ার গাইবান্ধা - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ বাংলালিংক সেন্টার, দোকান নং #20 ও 23, প্রাণ গোবিন্দ প্লাজা, হোল্ডিং: 5781, পার্ক রোড গাইবান্ধা সদর, 5700

১৭। বাংলালিক কাস্টমার কেয়ার ঠিকানা খুলনা - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ ৬৯, কেডিএ এভিনিউ, ১ম তলা, খুলনা-৯১০০

১৮। বাংলালিংক কাস্টমার কেয়ার ঠিকানা উত্তরা - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ এসবি প্লাজা মার্কেট, প্লট # 37, সেক্টর # 03, ঢাকা-ময়মনসিংহ রোড, উত্তরা, ঢাকা

১৯। বাংলালিংক কাস্টমার কেয়ার সিরাজগঞ্জ - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ শান্তিনোটা স্কোয়ার, বাংলালিংক, স্টেশন রোড, সিরাজগঞ্জ সদর 6700

২০। বাংলালিংক কাস্টমার কেয়ার ঠাকুরগাঁও - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ বাংলালিংক সেন্টার, তালুকদার প্লাজা, হোল্ডিং: 1306, শহীদ মোহাম্মদ আলী রাস্তা , ঠাকুরগাঁও 5100

২১। বাংলালিংক কাস্টমার কেয়ার ময়মনসিংহ - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ বাংলালিংক সেন্টার, দোকান#5, মোবাইল বাজার, 29/3 দুর্গাবাড়ি রোড, ময়মনসিংহ 2200

২২। বাংলালিংক কাস্টমার কেয়ার পাবনা - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ নবনগরীবালিকা উচ্চ বিদ্যালয়, বাংলালিংক সেন্টার, দোকান নম্বর 2, মার্কেট, আবদুল হামিদ রোড, 6600

২৩। বাংলালিংক কাস্টমার কেয়ার জয়পুরহাট - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ বাংলালিংক সেন্টার, আনসের আলী কমপ্লেক্স, সদর রোড, জয়পুরহাট জয়পুরহাট সদর, 5900

২৪। বাংলালিংক কাস্টমার কেয়ার নেত্রকোনা - ফোনঃ ০১৯১১-৩০৪১২১

ঠিকানাঃ বাংলালিংক সেন্টার, ১ম তলা, ছোট বাজার, ( বাটার বিপরীতে) সদর নেত্রকোনা, নেত্রকোনা 2400

বাংলালিংক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

আমরা সাধারণত বাংলালিংক অপারেটরের সিম অনেকেই ব্যবহার করে থাকি। বাংলাদেশের যে সকল মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে এগুলোর মধ্যে অন্যতম প্রধান হলো বাংলালিংক। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সিম কোম্পানি হল বাংলালিংক। আমরা অনেকেই বাংলালিংক সম্পর্কে তেমন কোন তথ্য জানিনা। চলুন বাংলালিংক সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেওয়া যাক।

আরো পড়ুনঃ ২০ উপায় অনলাইনে ফ্রিল্যান্সিং শিখে আয়

বাংলালিংক কোম্পানিটি ১৯৮৯ সালে টেলিকম নামে প্রথম যাত্রা শুরু করেছিল। এরপরে ২০০৪ সালের দিকে মালোশিয়ার সেবা টেলিকম প্রাইভেট লিমিটেড এই কোম্পানির অংশীদার কিনে নিয়ে নাম পরিবর্তন করে রাখা হয় বাংলালিংক। সাধারণত সেই কোম্পানির সাথে ১৫ বছরের চুক্তি ছিল। পনের বছরের চুক্তি শেষে তিন কোটি গ্রাহক নিয়ে থ্রিজি সার্ভিস দিয়ে আবার নতুন ভাবে যাত্রা শুরু করে বাংলালিংক।

আমাদের শেষ কথাঃ বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও লোকেশন

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলে বাংলালিংক কোম্পানির হেডকোয়ার্টার কোথায়, বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার, বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও লোকেশন, বাংলালিংক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেহেতু অনেক সময় আমাদের এ বিষয়গুলো জানার প্রয়োজন হয় তাই আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জেনে রাখা উচিত।

এতক্ষণ আমাদের আর্টিকেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক আর্টিকেল নিয়মিত করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। কারণ আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত এ ধরনের আর্টিকেল প্রকাশ করে থাকি।২০৭৯১

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url