নবীদের নামের তালিকা অর্থসহ - কুরআনে বর্ণিত নবীদের নামের তালিকা

আল্লাহর তায়ালা মানব জাতিকে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত' বলে অভিহিত করেছেন।আমাদেরকে জ্ঞান দান করে মনের ভাব প্রকাশের জন্য কথা বলা শিখিয়েছেন এবং জ্ঞানার্জনের জন্য কলম দ্বারা শিক্ষা দানের ব্যবস্থা করেছেন।নবীদের নামের তালিকা অর্থসহ জানার কারণ আপনাকে বিষ্মিত করবে।

নবীদের নামের তালিকা অর্থসহ

আল্লাহ প্রদত্ত অতিরিক্ত কিছু অর্জন করা কারো পক্ষেই সম্ভব নয়। তবুও জ্ঞানা অর্জন করতে হবে; যে জ্ঞান দ্বারা আল্লাহ এবং তাঁর রাসূলের পথ ও মতের সন্ধান লাভ সম্ভব হয়। তাই মহান আল্লাহ যখনই প্রয়োজন মনে করেছেন, তখনই নবী রাসূলের মাধ্যমে আসমানী কিতাব নাযিল করে মানব জাতিকে জ্ঞান দান করেছেন।

আমরা আজ এই বিষয়ে জানবো যে কুরআনে বর্ণিত নবীদের নামের তালিকা যারা আল্লাহর হুকুমে আমাদের যুগের পর যুগ বিভিন্ন বাধা-বিপত্তির সম্মুখন হয়ে হেদায়াতের পথ দেখিয়েছেন। 

সূচিপত্রঃ নবীদের নামের তালিকা অর্থসহ - কুরআনে বর্ণিত নবীদের নামের তালিকা 

নবী ও রাসুল কারা ? 

ইসলামের রাসুল ও নবীগন ইসলামের এমন ব্যক্তিবর্গ যারা পৃথিবীতে আল্লাহর বাণী ছড়িয়ে দিতেন এবং আদর্শ মানব আচরণের মুর্তি হিসেবে কাজ করেন বলে বিশ্বাস করা হয়।  কিছু নবীকে বার্তাবাহক হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় যারা ঐশ্বরিক ওহী প্রেরণ করেন, তাদের অধিকাংশই একজন ফেরেস্তার দ্বারা। 

মুসলমানরা বিশ্বাস করে যে অনেক নবীর অস্তিত্ব ছিল, যার মধ্যে অনেকগুলিই কুরআনে উল্লেখ করা হয়নি। কুরআনে বলা হয়েছে: "এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন রসূল আছেন।" ইসলামী নবীদের প্রতি বিশ্বাস ইসলামী বিশ্বাসের ছয়টি অনুচ্ছেদের একটি।আল্লাহ আমাদের সঠিক পথ দেখানোর জন্য নাজিল করেন ১০৪ খানা আসমানী কিতাব।

এই কিতাব মানুষকে ভালভাবে বুঝিয়ে দেয়ার জন্য নবী রাসূলদের প্রেরণ করেছেন।আর সকল নবী রাসূলকে এমন পরিপত্ব ও সুষ্ঠু জ্ঞান দান করেছেন, যাঁরা নিজেদের কথাবার্তা, আমল আলাক ও জীবনাদর্শ বাস্তবে প্রযোগ ও ব্যাখ্যা প্রদান করে ইসলামী জীবন এবং শরীআতের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। কিন্তু যেসকল নবীর উপর আসমানী কিতাব নাযিল করা হয়েছিল তারা ছিলেন রাসূল। আর যারা পূর্ববর্তি রাসূলদের কিতাব মেনে দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন তারা হচ্ছেন নবী। 

পৃথিবীতে কত জন নবী ছিলেন?

পৃথিবীতে কত জন নবী ছিলেন তার উত্তর হচ্চে- ইসলামে ১২৪,০০০ নবী রয়েছিল, কিন্ত পবিত্র কুরআন ও হাদীসে তাদের মধ্যে মাত্র ৪১ জনের নাম উল্লেখ রয়েছে। কুরআনে ২৯ জন নবী ও হাদীসে ১২ জন নবী- রাসূলের কথা জানানো হয়েছে।সেসকল নবীদের নামের তালিকা অর্থসহ আপনারা নিচেই পেয়ে যাবেন। 


ইসলামে ১২৪,০০০ নবী রয়েছিল তার প্রমান- এক হাদিসে আবু যার (রাঃ) জিজ্ঞেস করলেন ;কত গুলো নবী ও রাসূল ছিলেন? নবী মুহাম্মদ উত্তর দিলেন: ১২৪,০০০। তিনি আরো জিজ্ঞেস করলেন; তাদের মধ্যে অনেকেই রাসূল ছিলেন? নবী মুহাম্মদ উত্তর দিলেনঃ ৩১৩ জন। (সহীহ ইবনে হিব্বানী আল ইহসান, হাদিসঃ৩৬১) 

আমাদের প্রথম ও শেষ নবীর নাম কি?

আমাদের সর্বপ্রথম নবী হলেন আদি মানব হযরত আদম (আঃ) আর সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) সর্বমোট আসমানী কিতাব হল একশ চারখানা। তন্নধ্যে চারখানা অধিক প্রসিদ্ধ। যথা- তাওরাত, যাবুর, ইঞ্জিল ও কোরআন। সর্বশেষ্ঠ নবী হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) তাঁর উপর যে কিতাব নাযিল হয় তার নাম- আল কোরআন আল্লাহর মনোনীত দ্বীন বা জীবন ব্যবস্থার নাম ইসলাম।  

আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম তাই সর্বকালে, সর্বযুগে সকল নবী রাসূলই ইসলামের দাওয়াত প্রদান করে গেছেন। প্রয়োজন মতাবেক মহান আল্লাহ আসমানী কিতাব দ্বারা নবী রাসূলদের মাধ্যমে দ্বীনে প্রয়োজনীয় সংশোধন সংযোজন এবং যুগোপযোগী করেছেন। তার পর যুগে যুগে প্রেরীত নবী রাসুলগণ কর্তৃক প্রবর্তিত সমগ্র জীবন ব্যবস্থার সমন্বয়ে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে। মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণতা প্রদান করেছেন।


মহানবী (সঃ)-এর পর কেয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবেন না এবং কোন আসমানী কিতাবও নাযিল হবে না। সুতরাং নবী রাসূলগণ কর্তৃক প্রদর্শিত তরীকায় আল্লাহর মনোনিত এ দ্বিনকে ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবনের প্রতিটি স্তবে প্রতিষ্ঠা করার প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে এ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার তাওফীক প্রদান করুন।

নবীদের নামের তালিকা অর্থসহ 

কেনো আমাদের নবীদের নামের তালিকা অর্থসহ জানা দরকার ? আসলে নবীগন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ন অংশ। কেননা আল্লাহ তায়ালা তাদের মাধ্যমে আমাদের সঠিক পথে চলার পন্থা দেখিয়েছেন। নবীদের নামের অর্থ তাদের জীবন দশাকে নির্দেশ করে, সেই জন্য আমাদের নবীদের নামের অর্থ সম্পর্কে জানা জরুরি।  

নবীদের নামের তালিকা অর্থসহ

  • নাম----------------------------------অর্থ--------------------------------- জীবিত বয়স

  • হযরত আদম -------------------- লাল পৃথিবীর সন্তান -------------------৯৩০
  • হযরত ইদ্রিস -------------------- উৎসর্গ করা ও গভীর-------------------৮৬৫
  • হযরত নুহ -------------------- বিশ্রাম গ্রহন করা -------------------------৯৫০
  • হযরত হুদ  --------------------যে হ্মমা চাই-------------------------------৪৬৪
  • হযরত সালেহ --------------------ধার্মিক---------------------------------৫৮৬
  • হযরত ইব্রাহিম -------------------- অনেকের বাবা----------------------১৭৫
  • হযরত ইসমাইল --------------------রব শুনেন------------------------১৩৬
  • হযরত ইসহাক -------------------- হাসি----------------------------------১৮০
  • হযরত লুত --------------------একজন নবী-----------------------------১৭৫
  • হযরত ইয়াকুব-------------------- যিনি প্রতিস্থাপন করেন-------------------১৪৭
  • হযরত ইউসুফ-------------------- রব বাড়িয়ে দেন'-------------------১১০
  • হযরত শোয়ায়েব --------------------প্লাবিত-----------------------------১৫০
  • হযরত মুসা --------------------জল থেকে টানা------------------------১২০
  • হযরত আল ইয়াসা--------------------রব আমার  উদার-------------------৫১
  • হযরত দাউদ -------------------- প্রিয়----------------------------------------৭০
  • হযরত সুলাইমান--------------------শান্তির মানুষ -------------------৫৯
  • হযরত ইউনুস -------------------- শান্তিপূর্ণ সত্তা-------------------১২০
  • হযরত জাকারিয়া --------------------ঈশ্বর স্মরণ করেন-------------------১৩০
  • হযরত ইয়াহইয়া--------------------জীবিত-------------------৪২
  • আসহাবুর রাসস -------------------- একজন নবী-------------------জানা নেয়
  • হযরত ঈসা -----------------------রবের শপথ-------------------------৩০
  • হযরত মুহাম্মদ--------------------প্রশংসিত-------------------------৬৩
  • হযরত হারুন-------------------- সিংহ যোদ্ধা-------------------------১২৩
  • হযরত ইলিয়াস------------------রব আমার প্রভু----------------------জানা নেয়
  • হযরত শীস----------------------একজন নবী-----------------------জানা নেয়
  • হজরত খিজির--------------------একজন নবী-----------------------জানা নেয়
  • হযরত জুলকিফল--------------------একজন নবী-------------------৭৫
  • হযরত লুকমান---------------------একজন নবী-------------------জানা নেয়
  • হযরত জুল কুরনাইন----------------একজন নবী-------------------৬০
  • হযরত উজাইর--------------------একজন নবী-------------------৪০
  • হযরত শীম----------------------- একজন নবী-------------------৬০০
  • হযরত হাম---------------------একজন নবী-------------------জানা নেয়
  • হযরত সুমাইল-------------------একজন নবী-------------------১৪২
  • হযরত আরমিয়া----------------একজন নবী-------------------৮০
  • হযরত দানিয়াল-----------------একজন নবী-------------------১০০
  • হযরত হিজকিল-----------------একজন নবী-------------------৫২ 

কোরআনে বর্ণিত নবীদের নামের তালিকা 

আল্লাহ তাআলা তার দ্বীন ইসলামকে মানবজাতির কাছে সঠিকভাবে পরিচালনা করার জন্য যুগে যুগে অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন। নবী এবং রাসূলদের প্রধান কাজই ছিল আল্লাহ তায়ালার বাণী কে তাদের জীবনের আদর্শ হিসেবে মানবজাতির সামনে তুলে ধরা। আল্লাহ তায়ালা হাজারের বেশি নবী ও রাসূল প্রেরন করেছেন আদের মধ্যে কোরআনে বর্ণিত নবীদের নাম সংখ্যা হচ্ছে ২৫ জন। আসুন জেনে নিন ২৫ জন নবী ও রাসূলের নামের তালিকা। 

নবীদের নামের তালিকা

  • হযরত আদম (আঃ)
  • হযরত ইদ্রিস  (আঃ)
  • হযরত নুহ  (আঃ)
  • হযরত হুদ  (আঃ)
  • হযরত সালেহ  (আঃ)
  • হযরত ইব্রাহিম  (আঃ)
  • হযরত ইসমাইল  (আঃ)
  • হযরত ইসহাক  (আঃ)
  • হযরত লুত  (আঃ)
  • হযরত ইয়াকুব  (আঃ)
  • হযরত ইউসুফ  (আঃ)
  • হযরত শোয়ায়েব  (আঃ)
  • হযরত মুসা  (আঃ)
  • হযরত আল ইয়াসা   (আঃ)
  • হযরত দাউদ  (আঃ)
  • হযরত সুলাইমান  (আঃ)
  • হযরত ইউনুস  (আঃ)
  • হযরত জুলকিফল  (আঃ)
  • হযরত জাকারিয়া  (আঃ)
  • হযরত ইয়াহইয়া  (আঃ)জীবিত
  • আসহাবুর রাসস   (আঃ)
  • হযরত ঈসা  (আঃ)
  • হযরত মুহাম্মদ (সাঃ)

বাইবেলে কতজন নবীদের নামের তালিকা অর্থসহ

বাইবেল হচ্ছে খৃিষ্টীয় ধর্মের ধর্মীয় কিতাব যাকে ইসলামে তাওরাত বলা হয়।এটিও আল্লাহর ওহি, তবে সময়ের প্রবর্তনের সাথে সাথে মানুষ এই কিতাবের অনেকটা পরিবর্তন করে ফেলেছে। আসুন দেখে নিন বাইবেলে  ২৬ জন নবীদের নামের তালিকা অর্থসহ- 

বাইবেল নাম--------------কুরআনে নাম--------------------- বাইবেল ভার্স---------------কোয়ারানিক আয়াত 

আরন---------------------------- হারুন/ আহারুন-----------------এক্সাডাস ৭:১------ ----------কুরআন ১৯:২৮ 
আব্রাহাম----------------------- ইব্রাহিম------------------------- জেনেসিস ১৭:৩-৫------------কুরআন ২ঃ১২৪ 
আডাম--------------------------আদম----------------------------জেনেসিস ৫:২------------------কুরআন ৩:৫৯ 
আমরাম/জোয়াকিম ------------ইমরান-------------------------এক্সাডাস ৬;২০-----------------কুরআন ৩:৩৩
কিং ডেভিডদাউদ---------------দাউদ------------------------ ১ স্যামুয়েল ১৭:৫৮-------------কুরআন ২ঃ২৫১ 
এপোস্টেল-------------------আল হাওয়ারিয়ুন---------------মার্ক ৩ঃ১৬-১৯-------------কুরআন ৬১:১৪-১২৩ 
ইলিজাহ--------------------- ইলিয়াস----------------------------২ কিংস ১:৮------------------- কুরআন ৩৭:১২৩
ইলিশা-------------------------আল ইয়াসা-----------------------১ কিংস ১৯:১৬-----------------কুরআন ৬:৮৬
ইনোচ-------------------------ঈদ্রীস------------------------------জেনেসিস ৫:২৪---------------কুরআন ১৯:৫৬
ইজিখিল---------------------যুল-কিফল--------------------------ইজিখিল ১:৩------------------কুরআন ৩৮:৪৮ 
ইজরা------------------------উযাইর-----------------------------ইজরা ৭:১-----------------------কুরআন ৯:৩০ 
গলিয়াথ----------------------লুত-----------------------------১ সামিঊল ১৭ঃ৪-------------------কুরআন ২:২৫১
আইজাক-------------------- ইসাক----------------------------জেনেসিস ১৭:১৯------------------কুরআন ১৯:৪৯
ইসমায়েল------------------ইসমাইল--------------------------জেনেসিস ১৬:১১-----------------কুরআন ৩৮:৪৮
জেকব----------------------ইয়াকুব---------------------------জেনেসিস ৩২:১------------------কুরআন ১৯:৪৯ 
জেথ্রো--------------------- শোইব---------------------------এক্সোডাস ৩:১---------------------কুরআন ২৬:১৭৭ 
যিযাস-----------------------ঈসা------------------------------ম্যাথিঊ ১ঃ১৬---------------------কুরআন ৩:৫৯
জব-------------------- -- ইয়াকুব-------------------------------জব ১:১-------------------------কুরআন ৬:৮৪
জন------------------------ইয়াহইয়া--------------------------- লুক ১:১৩------------------------কুরআন  ১৯:৭
জোনাহ ------------------- ইউনুস---------------------------জোনাহ ৩ঃ৪-----------------------কুরআন ৩৭:১৩৯
জসিফ-------------------- ইউসুফ---------------------------জেনেসিস ৩০:২৪-------------------কুরআন ৬:৮৪
লট-------------------------লুত------------------------------জেনেসিস ১১ঃ২৭-------------------কুরআন ৬৬:১০
মজেস--------------------মুসা-------------------------------এক্সোডাস ১ঃ১১---------------------কুরআন ৩৩:৭
নহা-----------------------নুহ--------------------------------জেনেসিস ৫ঃ২৯--------------------কুরআন ৩৩:৭
সোলমন--------------সুলাইমান----------------------------- ১ কিংস ১০:২৩--------------------কুরআন ৩৪:১২
জেকারিয়াহ ---------জাকারিয়া------------------------------লুক ১:১৩------------------------- কুরআন ১৯:৭ 

নবীদের নামের তালিকা অর্থসহ তা নিয়ে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর । FAQs

১০ জন নবীর নাম

আল্লাহ তায়ালার প্রেরন করা যে সকল নবীর নাম কুরআনের গুরুত্বপুর্ন অধ্যায় গুলোতে আলোচনা করা হয়েছে তাদের মধ্যে অন্যতম ১০ জন নবীর নাম হচ্ছে;  হযরত আদম (আঃ),হযরত নুহ  (আঃ),হযরত ইব্রাহিম  (আঃ),হযরত ইসমাইল  (আঃ),হযরত ইয়াকুব  (আঃ),হযরত ইউসুফ  (আঃ),হযরত মুসা  (আঃ),হযরত ইউনুস  (আঃ),হযরত ঈসা  (আঃ) ও হযরত মুহাম্মদ (সাঃ)।    

রাসূল কারা ?

আল্লাহ তায়ালা যে সকল নবী গনের উপর তার ১০৪ খানা আসমানী  কিতাব নাজিল করেছেন তারাই হচ্ছেন ইসলামের দৃষ্টিতে আল্লাহর নবী ও রাসূল।  

কুরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে?

আল-কুরআনে সবচেয়ে বেশি হযরত মুসা (আঃ) এর নাম এসেছে। 

২৫ জন নবীর কথা কোন সূরায় আছে? 

২৫ জন নবীর কথা কুরআনের আল- আম্বিয়া সূরায় উল্লেক করা আছে। আম্বিয়া অর্থ আল্লাহর নবী-রাসূলগন, কুরানের ২১ নং পারা এই সূরা রয়েছে আর আয়াত সংখ্যা ১১২ টি। 

কুরআনে মুসা আঃ এর নাম কতবার এসেছে?

আল্লাহ তায়ালা আল কুরআনে হযরত মুসা (আঃ) এর নাম ১৩৬ বার। 

লেখকের মন্তব্যঃ নবীদের নামের তালিকা অর্থসহ - কুরআনে বর্ণিত নবীদের নামের তালিকা 

ইসলামে প্রতিটি নবী-রাসূলের জীবনী মানব জাতির জন্য শিক্ষাসরুপ। আলাহ তায়ালা নবীদের জীবন কাহিনির মাধ্যমে আমাদের হেদায়াতের পথ দেখিয়েছেন। যখনি কোন জাতি পথভ্রষ্ট হয়েছে,তখনি আল্লাহ তায়ালা একজন করে নবী-রাসুল দুনিয়ায় প্রেরন করেছেন। আপনাদের মধ্যে অনেকেই হযরত মুহাম্মাদ (সাঃ) এর নাম ব্যবতিত অন্যকোন নবীর নাম জানেন না । আমাদের আজকের আর্টিকেল তাদের জন্য ছিল যারা  নবীদের নামের তালিকা অর্থসহ জানার জন্য আগ্রহী । আশা করি আমাদের লিখাগুলো পরে আপনি আপনার জ্ঞান বৃদ্ধি করতে পেরেছেন।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url