সাহাবীদের নাম অর্থসহ ছেলেদের - পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ

সাহাবীদের নাম অর্থসহ ছেলেদের জন্য জেনে রাখতে পারলে আপনি আপনার সন্তানের জন্য একটি সুন্দর নাম খুব সহজেই নির্বাচন করতে পারবেন। কেননা,হযরত আদম (সাঃ) থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে এর মধ্যে প্রত্যেকেরই একটি নির্দিষ্ট নাম রয়েছে। 

সাহাবীদের নাম অর্থসহ ছেলেদের , পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ

এই নামের দ্বারা কোন ব্যক্তির বর্ণ,ধর্ম, গোষ্ঠী ও বংশ ইত্যাদি পরিচয় পাওয়া যায়। যেকোনো মানুষের ব্যক্তি জীবনের নামের প্রভাব ও যথেষ্ট কাজ করে থাকে। তাই নাম রাখার ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করা একান্ত অপরিহার্য। সন্তানদের এরূপ নাম রাখা উচিত যার দারা ইসলামী আচার আচরণের পরিচয় পাওয়া যায়। 

আল্লাহ তায়ালা পবিত্র কোরআন শরীফের নাম সম্পর্কে এই আয়াত বর্ণনা করেন যে,"এবং তোমরা একে অপরকে মন্দ নামে বা উপাধি ধরে ডেকো না। ইমান আনার পর কোন ব্যক্তিকে মন্দ নামে ডাকা অত্যন্ত খারাপ কাজ,যারা এই ধরনের আচরণ থেকে বিরত থাকবে না তারা নিশ্চয়ই জালিম।"

এবং হাদীসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম নাম রাখার বিষয়ে এরশাদ করেন যে,"নিশ্চয়ই তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে। তাই তোমরা নিজেদের নাম সুন্দর করে রাখবে।"

সূচিপত্রঃ সাহাবীদের নাম অর্থসহ ছেলেদের। পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ

সাহাবী কারা?

সাহাবী এই শব্দটি দারা আমরা প্রত্যেকটি মুসলমান পরিচিত। সাহাবী বা সাহাবা একরাম সম্পর্কে আমরা প্রায়ই পড়ে থাকি। কিন্তু আপনি কি জানেন সাহাবী কাদের বলে? তারাবি হচ্ছে আরবি শব্দ যার এর অর্থ হচ্ছে,সঙ্গী সাথী,সরতীর্থ ইত্যাদি। 

সাহাবী বলতে বিশেষ করে একজনকে ব্যক্তিকে বোঝায় যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর দেখানো পথ অনুসরণ করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ঈমান এনেছেন। সাহাবীর বহুবাচন নাম হচ্ছে সাহাবাতুন। 

এর অর্থ হচ্ছে, সাহাবীগণ বা সাহাবী মন্ডলী। ইসলামী পরিভাষায় সাহাবী হচ্ছেন তারা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছেন এবং হযরত মুহাম্মদ সাঃ এর সাক্ষাৎ লাভ করেছেন ও মুমিন অবস্থাতেই ইন্তেকাল করেছেন। 

সাহাবীগণ হচ্ছেন যুগের শ্রেষ্ঠ মানুষদের মধ্যে অন্যতম।কেননা তারা সৃষ্টির সেরা মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর সাথী ছিলেন। তারা সর্বদা স্যারের সাথে থেকে সত্য এবং ন্যায়ের পথে চলেছেন।

সাহাবীগণ হচ্ছেন তারা যারা ইতিহাসের পাতায় এখনো ইসলামের সাক্ষী হয়ে জীবিত আছেন। তারা ইসলামের এবং নবী (সাঃ) এর ভালোবাসায় তাদের জীবন ত্যাগ ও আত্মউৎসর্গ  করে তাদের ঈমানের পরিচয় দিয়েছিলেন।

প্রসিদ্ধ সাহাবীদের নামের তালিকা

প্রসিদ্ধ সাহাবীদের নামের তালিকা। প্রসিদ্ধ সাহাবী বলার কারণ হচ্ছে, তারা হচ্ছেন আশারায়ে মুবাশারাহ। আশারায়ে মুবাশারা হচ্ছে একটি উপাধী যা সেসকল সাহাবাদের দেওয়া হয়েছিল যারা আল্লাহ তায়ালার পহ্ম হতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। 

প্রসিদ্ধ সাহাবীদের নামের তালিকা-

  • হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)
  • হযরত ওমর বিন খাত্তাব (রাঃ)
  • হযরত ওসমান বিন আফফান (রাঃ)
  • হযরত আলী বিন আবি তালিব (রাঃ)
  • হযরত তালহা বিন ওবায়দুল্লাহ (রাঃ)
  • হযরত জুবায়ের বিন আউয়াম (রাঃ)
  • হযরত রহমান বিন আওফ (রাঃ)
  • হযরত সাইদ বিন জায়েদ (রাঃ)
  • হযরত আবি ওবায়দাতা (রাঃ)
  • হযরত বিনুল যাররাহ (রাঃ)
  • হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব (রাঃ)
  • হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন ওমর (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন মাসুদ (রাঃ)
  • হযরত আবু হুরাইরা (রাঃ)
  • হযরত উরওয়া বিন মাসুদ (রাঃ)
  • হযরত তোফায়েল বিন ওমর দাউসি (রাঃ)
  • হযরত জিয়াদ বিন হারিদ  (রাঃ)
  • হযরত তালহা বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত বিলাল বিন রিবাহ (রাঃ)
  • হযরত আম্মার বিন ইয়াসির (রাঃ)
  • হযরত খাব্বাব বিন আরাত (রাঃ)
  • হযরত আবু জ্বর গাফফারী (রাঃ)
  • হযরত ওসমান বিন মজুন (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন হুজাইফা (রাঃ)
  • হযরত জাফার বিন আবু তালিব (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন জাহাশ (রাঃ)
  • হযরত কাতাদা বিন নুমান (রাঃ)
  • হযরত মাআজ  বিন জাবাল (রাঃ)
  • হযরত মাআজ বিন আফরা (রাঃ)
  • হযরত সালমান ফারসি (রাঃ)
  • হযরত মাআজ  বিন আমোর (রাঃ)
  • হযরত সালমা বিন তাকওয়া (রাঃ)
  • হযরত আমার বিন মাআদিকারাব (রাঃ)
  • হযরত মিকদাদ  বিন আসওয়াদ (রাঃ)
  • হযরত আনাস বিন মালিক (রাঃ)
  • হযরত আনাস বিন মাআজ (রাঃ)
  • হযরত হারিজ বিন কায়েস (রাঃ)
  • হযরত হারিশ বিন নোমান (রাঃ)
  • হযরত হাতির বিন আবুদ বুলতা (রাঃ)
  • হযরত সাদ বিন উবাদা (রাঃ)
  • হযরত সাদ বিন মাআজ (রাঃ)
  • হযরত সুলাইম বিন কায়েস (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন রাও আহা (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন আমীর (রাঃ)
  • হযরত উবাদা বিন সামিত (রাঃ)

বদরী পুরুষ সাহাবীদের নামের তালিকা

  • হযরত আবু বকর (রাঃ)
  • হযরত উমর ফারুক (রাঃ)
  • হযরত উসমান (রাঃ)
  • হযরত আলী মোর্তাজা (রাঃ)
  • হযরত আমির হামজা (রাঃ)
  • হযরত যায়েদ বিন হারেছা (রাঃ)
  • হযরত আবু কাবশাহ সুলাইম (রাঃ)
  • হযরত আবু মারছাদ গানাভী (রাঃ)
  • হযরত মারছাদ বিন আবু মারছাদ (রাঃ)
  • হযরত উবাইদা বিন হারেছ (রাঃ)
  • হযরত তোফায়েল বিন হারেছ (রাঃ)
  • হযরত হুসাইন বিন হারেছ (রাঃ)
  • হযরত আউফ বিন উসাসা (রাঃ)
  • হযরত আবু হুযায়ফা (রাঃ)
  • হযরত ছালেম (রাঃ)
  • হযরত সুহইব বিন সিনান (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন জাহাশ (রাঃ)
  • হযরত উক্কাশা বিন মিহসান (রাঃ)
  • হযরত শুজা’ বিন ওহাব (রাঃ)
  • হযরত ওতবা বিন রবীআহ (রাঃ)
  • হযরত ঈয়াযীদ বিন রুকাইশ (রাঃ)
  • হযরত আবু সিনান (রাঃ)
  • হযরত সিনান বিন আবু সিনান (রাঃ)
  • হযরত মুহরিয বিন নাজলা (রাঃ)
  • হযরত রবীআ বিন আক্সাম (রাঃ)
  • হযরত হাতেব বিন আমর (রাঃ)
  • হযরত মালেক বিন আমর (রাঃ)
  •  হযরত মিদলাজ বিন আমর (রাঃ)
  • হযরত সুওয়ায়েদ ইবনে মাখশী (রাঃ)
  • হযরত উৎবা বিন গাযওয়ান (রাঃ)
  • হযরত জুবাআইর বিন আউওয়াম (রাঃ)
  • হযরত হাতেব বিন আবি বালতাআহ (রাঃ)
  • হযরত সাদ বিন খাওলা (রাঃ)
  • হযরত মুসআব  বিন উমায়ের (রাঃ)
  • হযরত মাসউদ বিন সা’দ (রাঃ)
  • হযরত আঃ রহমান বিন আউফ (রাঃ)
  • হযরত সা’দ বিন আবু উবায়দা (রাঃ)
  • হযরত উমায়ের বিন আবি ওয়াক্কাস (রাঃ)
  • হযরত মিক্কদাদ বিন আমর (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ)
  • হযরত মাসউদ বিন রাবীআ (রাঃ)
  • হযরত যুশ শিমালাইন (রাঃ)
  • হযরত খাব্বাব বিন আরাত (রাঃ)
  • হযরত বিলাল বিন রবাহ (রাঃ)
  • হযরত আমের বিন ফুহায়রা (রাঃ)
  • হযরত ছুহাইব বিন সিনান (রাঃ)
  • হযরত তালহা বিন উবাইদুল্লাহ (রাঃ)
  • হযরত আবু সালমা বিন আব্দুল আসাদ (রাঃ)
  • হযরত শাম্মাস  বিন উসমান (রাঃ)
  • হযরত আকরাম বিন আবুল আকরাম (রাঃ)
  • হযরত আম্মার বিন ইয়াছির (রাঃ)
  • হযরত মুআত্তিব বিন আউফ (রাঃ)
  • হযরত যায়েদ ইবনে খাত্তাব (রাঃ)
  • হযরত আমর বিন সুরাকা (রাঃ)
  • হযরত ওয়াকেদ বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত খাওলা বিন আবু খাওলা (রাঃ)
  • হযরত আমের বিন রবীআহ (রাঃ)
  • হযরত আমের বিন হারিছ (রাঃ)
  • হযরত আমের বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত খালেদ  বিন বুকাইর (রাঃ)
  • হযরত ইয়ায বিন গাণাম (রাঃ)
  • হযরত সাঈদ বিন যায়েদ (রাঃ)
  • হযরত উসমান বিন মাজউন (রাঃ)
  • হযরত সাইব বিন উসমান (রাঃ)
  • হযরত কুদামা বিন মাজউন (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন মাজউন (রাঃ)
  • হযরত মা’মার বিন হারেছ (রাঃ) 
  • হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন মাখ্রাম (রাঃ)
  • হযরত খাব্বাব মাওলা উৎবা বিন গযওয়ান (রাঃ)
  • হযরত আবুস সাইব উসমান বিন মাজউন (রাঃ)
  • হযরত আমর  বিন আবু সারাহ (রাঃ)
  • হযরত সাকাফ বিন আমর (রাঃ)
  • হযরত মুজায্যার বিন যিয়াদ (রাঃ)
  • হযরত খাব্বাব ইবনুল মুনযির (রাঃ)
  • হযরত উমায়ের বিন আবী ওয়াক্কাছ (রাঃ)
  • হযরত মিকদাদ বিন আমর (রাঃ)
  • হযরত নোমান বিন আসার বিন হারেস (রাঃ)
  • হযরত মিহজা’ মাওলা উমর ফারুক (রাঃ)
  • হযরত ওহাব বিন আবী সারাহ (রাঃ)

আনসার বদরী সাহাবীদের নামের তালিকা

  • হযরত সা’দ বিন মুআজ (রাঃ)
  • হযরত আমুর বিন মুজআ (রাঃ)
  • হযরত হারেস বিন আউস (রাঃ)
  • হযরত হারেস বিন আনাস (রাঃ)
  • হযরত আব্বাদ বিন বিশর (রাঃ)
  • হযরত সালামা বিন সাবেত (রাঃ)
  • হযরত হারেস বিন খাযামা (রাঃ)
  • হযরত মুহাম্মদ বিন মাসলামা (রাঃ)
  • হযরত সালামা বিন আসলাম (রাঃ)
  • হযরত উবায়েদ বিন তাইয়িহান (রাঃ)
  • হযরত কাতাদা বিন নোমান (রাঃ)
  • হযরত উবায়েদ বিন আউস (রাঃ) 
  • হযরত নসর বিন হারেস (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন তারেক (রাঃ) 
  • হযরত আবু আবস বিন জব্র (রাঃ)
  • হযরত আবু বুরদাহ হানী বিন নিয়্যার (রাঃ)
  • হযরত আসেম বিন সাবেত (রাঃ)
  • হযরত মুআত্তিব বিন কুশাইর (রাঃ)
  • হযরত আমর বিন মা’বাদ (রাঃ)
  • হযরত সাহল বিন হুনাইফ (রাঃ)
  • হযরত মুবাশশির বিন আব্দুল মুনযির (রাঃ)
  • হযরত রিফাআ বিন আঃ মুনযির (রাঃ)
  • হযরত খুনাইস বিন হুযাফা (রাঃ)
  • হযরত আবু সাবরা কুরাইশী (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন সালামা (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন সুহাইল (রাঃ)
  • হযরত সা’দ বিন মুআয (রাঃ)
  • হযরত উমায়ের বিন আউফ (রাঃ)
  • হযরত আমের বিন সালামা (রাঃ)
  • হযরত ছফওয়ান বিন ওহাব (রাঃ)
  • হযরত ইয়ায বিন বুকাইর (রাঃ)
  • হযরত সা’দ বিন উবায়েদ (রাঃ)
  • হযরত উওয়াইম বিন সায়েদাহ (রাঃ)
  • হযরত রাফে বিন আনজাদা (রাঃ)
  • হযরত উবায়েদ বিন আবু উবয়েদ (রাঃ)
  • হযরত সা’লাবা বিন হাতেব (রাঃ)
  • হযরত আবু লুবাবাহ আব্দুল মুনযির (রাঃ)
  • হযরত হারেস বিন হাতেব (রাঃ)
  • হযরত আসেম বিন আদী (রাঃ)
  • হযরত আনাছ বিন কাতাদা (রাঃ)
  • হযরত মাআন বিন আদী  (রাঃ)
  • হযরত সাবেত বিন আকরাম (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন ছাহল (রাঃ)
  • হযরত যায়েদ বিন আসলাম (রাঃ)
  • হযরত রিবয়ী বিন রাফে (রাঃ)
  • হযরত সা’দ বিন যায়েদ (রাঃ)
  • হযরত সালমা বিন সালামা (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন যায়েদ (রাঃ)
  • হযরত আসেম বিন কায়েস (রাঃ)
  • হযরত আবুস সয়্যাস বিন নোমান (রাঃ)
  • হযরত আবু হাব্বাহ বিন আমর (রাঃ)
  • হযরত হারেস বিন নোমান (রাঃ)
  • হযরত খাওয়াত বিন যুবাইর (রাঃ)
  • হযরত মুনযির বিন মুহাম্মদ (রাঃ)
  • হযরত আবু আকীল আব্দুর রহমান (রাঃ)
  • হযরত আবু দুজানা (রাঃ)
  • হযরত সা’দ বিন খায়সামা (রাঃ)
  • হযরত মুনযির বিন কুদামা (রাঃ)
  • হযরত মালেক বিন কুদামা (রাঃ)
  •  হযরত হারেস বিন আরফাজা (রাঃ)
  • হযরত জাবের বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত মালেক বিন নুমায়লা (রাঃ)
  • হযরত খারেজা বিন যায়েদ (রাঃ)
  • হযরত সা’দ বিন রবী (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা (রাঃ)
  • হযরত বশির বিন সা’দ (রাঃ)
  • হযরত সিমাক বিন সা’দ (রাঃ)
  • হযরত সুবাঈ বিন কায়েস (রাঃ)
  • হযরত আব্বাদ বিন কায়েস (রাঃ)
  • হযরত ইয়াযিদ বিন হারেস (রাঃ)
  • হযরত খোবায়ের বিন য়াসাফ (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন কায়েস (রাঃ)
  • হযরত হারিস বিন যিয়াদ (রাঃ)
  • হযরত তামীম বিন য়াআর (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন উমায়ের (রাঃ)
  • হযরত যায়েদ বিন মুযাইন (রাঃ)
  •  হযরত আব্দুল্লাহ বিন উরফুতাহ (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন রবী (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত আউস বিন খাওলা (রাঃ)
  • হযরত যায়েদ বিন উবায়েদ (রাঃ)
  • হযরত উকবাহ বিন ওহাব (রাঃ)
  • হযরত রিফাআহ বিন আমর (রাঃ)
  • হযরত উসায়ের বিন আসর (রাঃ)
  • হযরত মা’বাদ বিন আব্বাদ (রাঃ)
  • হযরত আমের বিন বুকাইর (রাঃ)
  • হযরত নওফল বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত উবাদা বিন সামেত (রাঃ)
  • হযরত নোমান বিন মালেক (রাঃ)
  • হযরত সাবেত বিন হায্যাল (রাঃ)
  • হযরত মালেক বিন দুখশুম (রাঃ)
  • হযরত রবী’ বিন ইয়াছ (রাঃ)
  • হযরত ওয়ারাকা বিন ইয়াছ (রাঃ)
  • হযরত আমর বিন ইয়াছ (রাঃ)
  • হযরত আমর বিন কয়েস (রাঃ)
  • হযরত ফাকেহ বিন বিশ্র (রাঃ)
  • হযরত নওফল বিন সা’লাবা (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন সা’লাবা (রাঃ)
  • হযরত মুনযির বিন আমর (রাঃ)
  • হযরত আবু উসায়েদ মালেক (রাঃ)
  • হযরত মালেক বিন মাসউদ (রাঃ)
  • হযরত আবদে রাব্বিহি (রাঃ)
  • হযরত কা’ব বিন জাম্মায (রাঃ)
  • হযরত জমরাহ বিন আমর (রাঃ)
  • হযরত যিয়াদ বিন আমর (রাঃ)
  • হযরত হুবাব বিন মুনযির (রাঃ)
  • হযরত উমায়ের বিন হারাম (রাঃ)
  • হযরত উমায়ের বিন হুমাম (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন আমর (রাঃ)
  • হযরত মুআজ বিন আমর (রাঃ)
  • হযরত খাল্লাদ বিন আমর (রাঃ)
  • হযরত মুআজওয়াজ বিন আমর (রাঃ)
  • হযরত উকবার বিন আমের (রাঃ)
  • হযরত সাবেত বিন খালেদ (রাঃ)
  • হযরত বিশ্র বিন বারা (রাঃ)
  • হযরত তোফায়েল বিন মালেক (ড়াঃ)
  • হযরত তোফায়েল বিন নোমান (রাঃ)
  • হযরত সিনান বিন সাঈফী (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন জাদ (রাঃ)
  • হযরত উৎবা বিন আব্দুল্লাহ (রাঃ)
  • হযরত জাব্বার বিন সাখর (রাঃ)
  • হযরত খারেজা বিন হিময়ার (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন হুমায়্যির (রাঃ)
  • হযরত ইয়াযিদ বিন মুনযির (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন নোমান (রাঃ)
  • হযরত জহহাক বিন হারেসা (রাঃ)
  • হযরত আসওয়াদ বিন যুরাহক (রাঃ)
  • হযরত মা’বাদ বিন কায়েস (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন কায়েস খালেদ (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন আব্দে মানাফ (রাঃ)
  • হযরত খালিদ বিন কায়েস (রাঃ)
  • হযরত সুলাইম বিন আমর (রাঃ)
  • হযরত কুতবা বিন আমের (রাঃ)
  • হযরত হযরত আন্তারা মাওলা বনী সুলাইম (রাঃ)
  • হযরত আবস বিন আমের (রাঃ)
  • হযরত সা’লাবা বিন আনামা (রাঃ)
  • হযরত আবুল য়াসার বিন আমর (রাঃ)
  • হযরত উবাদা বিন কয়েস (রাঃ)
  • হযরত আমর বিন তাল্ক (রাঃ)
  • হযরত মুআজ বিন জাবাল (রাঃ)
  • হযরত কয়েস বিন মুহসান (রাঃ)
  • হযরত হারেস বিন কয়েস (রাঃ)
  • হযরত সা’দ বিন উসমান (রাঃ)
  • হযরত উকবা বিন উসমান (রাঃ)
  • হযরত জাকওয়ান বিন আবদে কয়েস (রাঃ)
  • হযরত মুআজ বিন মায়েস (রাঃ)
  • হযরত আয়েস বিন মায়েজ (রাঃ)
  • হযরত মাসউদ বিন সা’দ (রাঃ)
  • হযরত রিফাআ বিন রাফে (রাঃ)
  • হযরত খাল্লাদ বিন রাফে (রাঃ)
  • হযরত উবায়েদ বিন যায়েদ (রাঃ)
  • হযরত যিয়াদ বিন লাবীদ (রাঃ)
  • হযরত ফারওয়াহ বিন আমর (রাঃ)
  • হযরত আতিয়্যা বিন নুওয়াইর (রাঃ)
  • হযরত খলিফা বিন আদী (রাঃ)
  • হযরত উমারা বিন হাযম (রাঃ)
  • হযরত সুরাকা বিন কা’ব (রাঃ)
  • হযরত হারেসা বিন নোমান (রাঃ)
  • হযরত সুলাইম বিন কয়েস (রাঃ)
  • হযরত সুহাইল বিন কয়েস (রাঃ)
  • হযরত আদী বিন আবুয যাগ্বা (রাঃ)
  • হযরত মাসউদ বিন আউস (রাঃ)
  • হযরত আবু খুজাইমাহ বিন আউস (রাঃ)
  • হযরত রাফে’ বিন হারেস (রাঃ)
  • হযরত মুআওয়াজ বিন হারেস (রাঃ) 
  • হযরত নোমান বিন আমর (রাঃ)
  • হযরত আমের বিন মুখাল্লাদ (রাঃ)
  • হযরত উসাইমা আশযায়ী (রাঃ)
  • হযরত ওদীআহ বিন আমর (রাঃ)
  • হযরত আবুল হামরা মাওলা হারেস (রাঃ)
  • হযরত সা’লাবা বিন আমর (রাঃ)
  • হযরত সুহাইল বিন আতীক (রাঃ)
  • হযরত হারেস বিন আতীক (রাঃ)
  • হযরত হারেস বিন ছিম্মান (রাঃ)
  • হযরত উবাই বিন কা’ব (রাঃ)
  • হযরত আনাস বিন মুআজ (রাঃ)
  • হযরত আউস বিন সামেত (রাঃ)
  • হযরত আবু তালহা যায়েদ বিন ছাহল (রাঃ)
  • হযরত হারেসা বিন সুরাকা (রাঃ)
  • হযরত আমর বিন সা’লাবা (রাঃ)
  • হযরত সাবেত বিন খানছা (রাঃ)
  • হযরত আমের বিন উমাইয়াহ (রাঃ)
  • হযরত মুহ্রিম বিন আমের (রাঃ)
  • হযরত সাওয়াদ বিন গাযিয়্যাহ (রাঃ)
  • হযরত আবু যায়েদ কয়েস বিন্ন সাকান (রাঃ)
  • হযরত আবুল আওয়ার বিন হারেস (রাঃ)
  • হযরত হারাম বিন মিলহান (রাঃ)
  • হযরত কয়েস বিন আবী সা’সা (রাঃ)
  • হযরত আব্দুল্লাহ বিন কা’ব (রাঃ)
  • হযরত উসাইমা আসাদী (রাঃ)
  • হযরত আবু দাউদ উমাইর (রাঃ)
  • হযরত সুরাকা বিন আমর (রাঃ)
  • হযরত কয়েস বিন মাখলাদ (রাঃ)
  • হযরত নোমান বিন আব্দে আমর (রাঃ)
  • হযরত জহহাক বিন আব্দে আমর (রাঃ)
  • হযরত সুলাইম বিন হারেস (রাঃ)

পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

আল্লাহ রাসুল (সাঃ) ও তার সাহাবির জন্য যথেষ্ট বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ‘হে নবী, আপনি এবং যেসব মুসলমান আপনার সঙ্গে রয়েছে তাদের জন্য আল্লাহ যথেষ্ট।’ (সুরা আনফাল, আয়াতঃ৬৪)

সাহাবীদের নাম অর্থসহ জেনে রাখার মাধ্যমে আপনি তাদের নামের ও উপাধীর সম্পর্কে সঠিক ধারনা রাখতে পারবেন এবং সেই অর্থ অনুযায়ী আপনি আপনার ছেলে সন্তানের জন্য ইসলামিক নাম বাছাই করতে পারবেন।  

আ দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • আবু বকর 
  • আবুল হাসান
  • আরফাজা 
  • আনাস
  • আবু ইসহাক
  • আবুল আসাদ 
  • আবু আশরাফ। 
  • আবু বাশার। 
  • আবু দারদা
  • আবু রাফি
  • আবু আইয়ুব। 
  • আবু তুরাব। 
  • আবু তামাম। 
  • আবু সালাবা। 
  • আবু হাতিম। 
  • আবু তাওয়াব। 
  • আবুল হোসাইন। 
  • আবু হামিদ। 
  • আবুল হারিস। 
  • আবুল হেকাম। 
  • আবুল হায়াত। 
  • আবু জাবির। 
  • আবু জানদাল। 
  • আবু জাফর। 
  • আবু হামিদ। 
  • আবু হামজা। 
  • আবু হুজাইফা। 
  • আবু হাফস
  • আবু হেনা। 
  • আবুল খায়ের। 
  • আবু খালেদ। 
  • আবু দাউদ 
  • আবু দারদা। 
  • আবু জর 
  • আবু জাকারিয়া। 
  • আবু রায়হান। 
  • আবু রাফে। 
  • আবু জোহাইর। 
  • আবু জায়েদ। 
  • আবু শুরাইহিল কাবী
  • আইয়াশ ইবনে আবি রাবিয়া
  • আইয ইবনে আমর
  • আইয ইবনে মাইস
  • আইয ইবনে সাঈদ
  • আইযুল্লাহ ইবনে উবাইদুল্লাহ
  • আউস ইবনে খাওলা
  • আওন ইবনে মালিক
  • আওস ইবনে আস সামিত
  • আওস ইবনে খালিদ
  • আওস ইবনে খালিদ ইবনে কুরত
  • আওস ইবনে জুবায়ের
  • আওস ইবনে মিয়ার
  • আওস ইবনে সাবিত
  • আওস ইবনে সালাবা
  • আরকাম ইবনে আবিল আরকাম
  • আকিল ইবনে আবি তালিব
  • আত্তাব ইবন আসাইদ
  • আত্তাব ইবনে সালিম আত তায়মী
  • আদ্দাস
  • আদি ইবনে আয যাগ‌বা
  • আদি ইবনে হাতিম
  • আনাস ইবনে মালিক
  • আনাস ইবনে নাদার
  • আবদ-ইয়া-লাইল ইবনে আমর
  • আবদুর রহমান ইবনে আউফ
  • আবদুর রহমান ইবনে হারিস
  • আবদুর রহমান ইবনে আবু বকর
  • আবদুর রহমান ইবনে শিব‌ল
  • আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই
  • আবদুল্লাহ ইবনে আব্বাস
  • আব্দুল্লাহ ইবনে আবি আওফা
  • আবদুল্লাহ ইবনে আবু বকর
  • আবদুল্লাহ ইবনে আতিক
  • আবদুল্লাহ ইবনে উবাই
  • আবদুল্লাহ ইবনে' আমর ইবনুল আস
  • আবদুল্লাহ ইবনে ইয়াযিদ খাতমি
  • আবদুল্লাহ ইবনে উনাইস জুহানি
  • আবদুল্লাহ ইবনে উমর
  • আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম
  • আবদুল্লাহ ইবনে জাফর
  • আবদুল্লাহ ইবনে জাহাশ
  • আবদুল্লাহ ইবনুল জুবায়ের
  • আব্দুল্লাহ ইবনে জুবায়ের আনসারী
  • আবদুল্লাহ ইবনে তারিক
  • আবদুল্লাহ ইবনে মাখরামা
  • আবদুল্লাহ ইবনে মাজউন
  • আবদুল্লাহ ইবনে মাসউদ
  • আবদুল্লাহ ইবনে যায়িদ
  • আবদুল্লাহ ইবনে যায়িদ ইবন আসিম
  • আবদুল্লাহ ইবনে রাওয়াহা
  • আবদুল্লাহ ইবনে সালাবা
  • আবদুল্লাহ ইবনে সালাম
  • আবদুল্লাহ ইবনে সালামা
  • আবদুল্লাহ ইবনে সুহাইল
  • আবদুল্লাহ ইবনে হুজাফা আস সাহমী
  • আব্দুল্লাহ বিন তারিক
  • আব্বাদ ইবনে বিশর
  • আব্বাস ইবনে উবাদা
  • আব্বাস ইবনে মিরদাস
  • আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব
  • আম্মার ইবনে ইয়াসির
  • আম্মারা ইবনে হাযম
  • আবান ইবনে সাঈদ ইবনুল আস
  • আবু আইয়ুব আনসারি
  • আবু আমর হাফস ইবনে মুগীরা
  • আবু আহমাদ ইবনে জাহাশ
  • আবু উবাইদা ইবনুল জাররাহ
  • আবু উমামাহ আল-বাহিলি
  • আবু কাতাদাহ ইবনে রাবী
  • আবু কাতাদাহ আল আনসারী
  • আবু বকর ইবনে আবি কুহাফা
  • আবু বারযাহ আল আসলামি
  • আবু বুরদা ইবনে নাইয়ার
  • আবু তালহা আনসারী
  • আবু দুজানা সিমাক বিন খারাসা
  • আবু মাসুদ আল-আনসারী
  • আবু মূসা আল আশয়ারি
  • আবু যার আল-গিফারী
  • আবু সালামা ইবনে আবদিল আসাদ
  • আবু সুফিয়ান ইবনুল হারিস
  • আবু সুফিয়ান ইবনে হার্ব
  • আবু হাজাল মুসলিম ইবনে আওসাজা
  • আবু হুজাইফা ইবনে উতবা
  • আবু হুরাইরা আল আদ-দাওসি
  • আবু সায়িদ আল-খুদরী
  • আবুল আস ইবনে রাবি
  • আমর ইবনুল আস
  • আমর ইবনে আবাসা
  • আমর ইবনে উমাইয়া
  • আমর ইবনে হাযম
  • আমর ইবনে মুয়াজ
  • আমর ইবনে সাঈদ ইবনুল আস
  • আমের ইবনে আবুল বুকায়র
  • আমির ইবনে ইয়াযিদ
  • আমির ইবনে ফুহাইরা
  • আমির ইবন রাবীয়া
  • আম্মার ইবনে ইয়াসির
  • আম্মারা ইবনে ইয়াযিদ
  • আম্মারা ইবনে হাযম
  • আলী ইবনে আবি তালিব
  • আল-বারা' ইবনে আযিব
  • আল বারা ইবনে মালিক
  • আল বারা বিন মারুর বিন শাখার
  • আসমা বিনতে আবি বকর
  • আসিম ইবনে আদি
  • আসিম ইবনে সাবিত
  • আহনাফ ইবনে কায়িস
  • আহসান ইবনে সাবিত

ই দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • ইকরেমা
  • ইবনে ইসহাক। 
  • ইবনে বতুতা। 
  • ইবনে সিনা। 
  • ইবনে জারির। 
  • ইবনে হাজীব 
  • ইবনে খালদুন। 
  • ইবনে জিয়াদ। 
  • ইবনে আব্বাস। 
  • ইবনে ওমর। 
  • ইবনে মাসুদ। 
  • ইবনে কাসির। 
  • ইবনে কাব। 
  • ইবনে কাসিম। 
  • ইবনে কাইয়্যিম । 
  • ইবনে আসাদ। 
  • ইবনে হিশাম।
  • ইমরান ইবনে হুসাইন। 
  • ইয়ালা ইবনে মুররা। 

উ দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • উসমান
  • উকবা ইবনে আমের। 
  • উসমান ইবনে আফফান। 
  • উমামা ইবনে যায়েদ
  • উম্মে সুলাইম বিনতে মিলহান
  • উকবা ইবনে আমির
  • উকবা ইবনে ওহাব
  • উকাশা ইবনে মিহসান
  • উতবা ইবনে গাযওয়ান
  • উতবা ইবন ফারকাদ
  • উবাইদাহ ইবনুল হারিস
  • উবাদা ইবনে আস সামিত
  • উমর ইবনুল খাত্তাব
  • উমাইর ইবনে আবু ওয়াক্কাস
  • উমাইর ইবনে আবি আমর
  • উমাইর ইবনে ওয়াহাব
  • উমাইর ইবনে সা'দ
  • উয়াইম ইবনে সায়িদা
  • উসমান ইবনে তালহা
  • উসমান ইবনে মাজউন
  • উসামা ইবনে যায়িদ

ও দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • ওয়াসেলা ইবনুল আসকা 
  • ওতবান ইবনে মালিক
  • ওব্বাদ ইবনে বাশার
  • ওয়াকিদ ইবনে আবদুল্লাহ
  • ওয়ালীদ ইবনে উকবা
  • ওয়ালীদ ইবনে ওয়ালিদ
  • ওয়াহশি ইবনে হারব
  • ওয়াহাব ইবনে উমায়ের
  • ওসমান ইবনে হানিফ

ক দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • কাব বিন মালেক। 
  • কাব ইবনে মালেক। 
  • কাতাদা ইবনে নোমান
  • কাব ইবনে উযরা
  • কা'ব ইবনে যুহাইর
  • কায়েস ইবনে সাদ
  • কুতবা ইবনে আমির
  • কুদামা ইবনে মাজউন
  • কুর্জ‌ ইবনে জাবির আল-ফিহরি
  • কুরযা ইবনে কাব
  • কুসাম ইবনে আব্বাস

খ দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • খুরাইম ইবনে ফাতিক। 
  • খাব্বাব ইবনুল আরাত
  • খারাস ইবনে উমাইয়া
  • খালিদ ইবনে আবুল বুকায়র
  • খালিদ বিন ওয়ালিদ
  • খালিদ ইবনে রাখবালা
  • খালিদ ইবনে সাঈদ
  • খিরাশ ইবন সাম্মা
  • খুনাইস ইবনে হুজাইফা
  • খুসাইমা ইবনে সাবিতআনসারি
  • খুফাফ ইবনে নুদবাহ
  • খুবাইব ইবনে আদি

চ দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • চেরামান পেরুমল,তাজউদ্দীন - একজন ভারতীয় সাহাবা

ছ দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • ছাছায়াহ ইবনে সুহান

ত দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • তালহা ইবনে উবাইদিল্লাহ
  • তালহা ইবনে বারা
  • তুফাইল ইবনে আমর আদ দাওসি
  • তুলাইব ইবনে উমাইর
  • তামিম আল আনসারি

দ দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • দাহহক ইবনে কায়স
  • দাহিয়া কালবী
  • দিয়ারার আল আজওয়ার

ফ দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • ফুজালা ইবনে ওবাইদ। 
  • ফাদল ইবনে আব্বাস
  • ফুযালা ইবনে উবাইদ
  • ফাইরুজ আল দায়লামি
  • ফাতিমা বিনতে খাত্তাব

ব  দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • বুরায়দা
  • বারা বিন আজেব
  • বেলাল বিন হারেসিল মুজানি। 
  • বাকার বিন আব্দুল্লাহ। 
  • বশীর ইবনে শা'আদ
  • বাহহাস ইবনে সালাবা
  • বিলাল ইবনে রাবাহ
  • বুদাইল ইবনে ওয়ারকা
  • বুরাইদাহ ইবনুল হুসাইব
  • বুজাইর ইবনে যুহাইর

ম দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • মেকদাম 
  • মুয়াওয়েজ ইবনে আফরা। 
  • মেকদাম ইবনে মাদীকারাব 
  • মুসতাওরেদ বিন সাদ্দাদ। 
  • মুস্তাওরেদ
  • মালেক বিন আনাস। 
  • মুয়ায জোহানী। 
  • মোতালেব ইবনে আব্দুল্লাহ শিখখীর 
  • মুগীরা ইবনে সুবা। 
  • মাআন ইবনে আদি
  • মাজমা ইবনে জারিয়া
  • মাজাশি ইবনে মাসউদ
  • মারওয়ান ইবনুল হাকাম
  • মারসাদ ইবনে আবু মারসাদ আলগানাবি
  • মালিক ইবনে হুয়াইরিস
  • মাসলামা ইবনে মুখাল্লাদ
  • মাহজা ইবনে সালেহ
  • মায়ায ইবনে আফরা
  • মুয়াজ ইবনে জাবাল
  • মিকদাদ ইবনে আমর
  • মিকদাদ ইবনে আসওয়াদ
  • মিসতাহ ইবনে উসাসা
  • মিহজান ইবনুল আদরা
  • মিহরায ইবনে নাদলা
  • মুগীরা ইবনে নাওফাল
  • মুগীরা ইবনে শুবা
  • মুজায্‌যার ইবনে যিয়াদ
  • মুবাশির ইবনে আবদুল মুনযির
  • মুনযির ইবনে আমর
  • মুনজির ইবনে মুহাম্মাদ আল আনসারী
  • মুয়াইকিব ইবনে আবু ফাতিমা
  • মুসআব ইবনে উমাইর
  • মুহাম্মাদ ইবনে আবি বকর
  • মুহাইয়াসা ইবনে মাসউদ
  • মুহাম্মদ ইবনে মাসলামা
  • মালিক ইবনে নুয়ায়রাহ

ন দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • নামাজ ইবনে সাময়ান। 
  • নুমান ইবনে বশির। 
  • নাওফিল ইবনে হারিস
  • নুমান ইবনে আজলান
  • নুমান ইবনে মুকাররিন
  • নুসাইবা বিনতে কাব
  • নুয়াইম ইবনে আবদুল্লাহ
  • নুয়াইমান ইবনুল হারিস
  • নুয়াইম ইবনে মাসুদ

জ দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • জাবের 
  • জুবাইর ইবনে মুতয়িন। 
  • জিয়াদ বিন হুদাইর 
  • জায়েদ ইবনে খালিক। 
  • জাবেদ ইবনে সামুরা 
  • জায়েদ ইবনে সাবেত। 
  • জফর ইবনে আবি তালিব
  • জাবান আল কুর্দি
  • জাবির ইবনে আতিক
  • জাবির ইবনে আবদুল্লাহ
  • জারির ইবনে আবদুল্লাহ আল বাজালী
  • জায়েদ ইবনুল খাত্তাব
  • জিবর ইবনে উতায়ক
  • জুলায়বিব
  • জয়নব বিনতে মুহাম্মাদ
  • জয়নব বিনতে জাহশ
  • জয়নব বিনতে আলী
  • জামিলা বিনতে সাবিত
  • জুবাইর ইবনুল আওয়াম
  • জুমানাহ্ বিনতে আবু তালিব

য দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • যায়িদ ইবনে সাআনা
  • যায়িদ ইবনে হারিসা
  • যায়েদ ইবনে আমর
  • যিয়াদ ইবনে আস সাকান
  • যুবাইর ইবনুল আওয়াম
  • যুনাইরাহ আল রুমাইয়া
  • যায়েদ ইবনে হারেসা
  • যায়েদ ইবনে আরকাম
  • যয়নব বিনতে খুজায়মা

র দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • রুবাইয়্যে বিনতে মুয়াওয়েজ
  • রাফে ইবনে খাদিস। 
  • রাফি ইবনে ইয়াজিদ
  • রিফায়া ইবনে আবদুল মুনযির
  • রাবিয়া ইবনে আল হারিস
  • রামালাহ বিনতে আবি সুফিয়ান
  • রায়হানা বিনতে জায়েদ
  • রুফাইদা আল আসলামিয়া
  • রুকাইয়াহ বিনতে মুহাম্মাদ

ল  দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • লাবিব
  • লাবিদ
  • লায়লা বিনতে আল মিনহাল
  • লুবাবা বিনতে আল হারিস
  • লুবায়নাহ্

শ দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • শাদাদ ইবনে আউস
  • শাম্মাস ইবনে উসমান
  • শিফা বিনতে আবদুল্লাহ
  • শুকরান সালেহ
  • শুজা ইবনে ওয়াহাব
  • শুরাহবিল ইবনে হাসানা

স দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • সালমান
  • সাওবন
  • সাউবান 
  • সালমান ইবনে আমের আযযাবি। 
  • সাঈদ ইবনুল আস। 
  • সুরাকা ইবনে মালেক। 
  • সুমামা ইবনে আব্দুল্লাহ। 
  • সাহল ইবনে সাদ। 
  • সাফওয়ান ইবনে সুলাইম। 
  • সোহাইল ইবনে হানজালিয়া। 
  • সাদ্দাদ বিন আউস
  • সালাম বিন সাদ।
  • সুফিয়ান ইবনে আব্দুল্লাহ। 

হ দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

  • হুজাইফা
  • হুমাইদ
  • হিন্দ বিনতে আবু উমাইয়া 
  • হারিস আল আশয়ারী
  • হাকিম ইবনে হিযাম
  • হাজ্জাজ ইবনে ইলাত
  • হাতিব ইবনে আমর
  • হাতিব ইবনে আবি বালতায়া
  • হাবিব ইবনে মাসলামা
  • হারিস ইবনে হিশাম
  • হামজা ইবনে আবদুল মুত্তালিব
  • হামনা বিনতে জাহাশ
  • হাসান ইবনে আলী
  • হানজালা ইবনে আবি আমির
  • হাসসান ইবনে সাবিত
  • হিন্দ বিনতে উতবা
  • হিলাল ইবনে উমাইয়া
  • হিশাম ইবনুল আস
  • হুজুর ইবনে আদি
  • হুবায়রাহ ইবনে সাবাল
  • হুমায়দাহ আল-বারিকী
  • হুযাইফা ইবনুল ইয়ামান
  • হুজায়ফা বিন মিহসান
  • হুসাইল ইবনে জাবির
  • হোসাইন ইবনে আলী

নারী সাহাবাদের নাম এর তালিকা 

মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর পরিবারের সকল নারী অর্থাৎ তার দুধ মাতা, স্ত্রীগণ, কন্যাগণসহ সকল নারী যারা, মহানবী (সাঃ) সচুহ্মে দেখেছেন এবং তাঁর দাওয়াতে ইসলাম গ্রহন করে আল্লাহর উপর ইমান এনেছিলেন তাদের সাহাবা বলা হয়। আসুন নারী সাহাবাদের নাম এর তালিকা দেখে নিন- 
  • হযরত হালিমা (রাঃ)
  • হযরত খাদিজা (রাঃ)
  • হযরত সওদা (রাঃ)
  • হযরত আয়েশা (রাঃ)
  • হযরত হাফসা (রাঃ)
  • হযরত যয়নব (রাঃ)
  • হযরত যোয়ায়রিয়াহ (রাঃ)
  • হযরত মায়মুনাহ (রাঃ)
  • হযরত সফিয়া (রাঃ)
  • হযরত যয়নব বিনতে জাহাশ (রাঃ)
  • হযরত রোকেয়া (রাঃ)
  • হযরত উম্মে কুলসুম (রাঃ) 
  • হযরত ফাতেমা (রাঃ)
  • হযরত হালিমা সাদিয়া (রাঃ)
  • হযরত উম্মে সলিম (রাঃ)
  • হযরত উম্মে হারাম (রাঃ)
  • হযরত রাবিয়া (রাঃ)
  • হযরত তোহফা (রাঃ)
  • হযরত ছারি সাক্কাতির মুরীদ (রাঃ)
  • হযরত মাইমুনা সওদা (রাঃ)
  • হযরত রবিয়া বিনতে ইসমাঈল (রাঃ)
  • হযরত সুমাইয়া (রাঃ)
  • হযরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রাঃ)

আ দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ 

  • আতিকা বিনতে যায়েদ
  • আন নাহদিয়া
  • আয়িশা বিনতে তালহা
  • আরওয়া বিনতে কুরাইজ
  • আসমা বিনতে আবি বকর
  • আসমা বিনতে ইয়াযিদ
  • আসমা বিনতে উমাইস

উ দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ 

  • উমামা বিনতে আবিল আস
  • উমামা বিনতে হামজা
  • উম্মে আইমান
  • উম্মে উবাইস
  • উম্মে ওয়ারাকা আল আনসারী
  • উম্মে কুলসুম বিনতে আবি বকর
  • উম্মে কুলসুম বিনতে আলী
  • উম্মে কুলসুম বিনতে উকবা
  • উম্মে কুলসুম বিনতে জারওয়াল
  • উম্মে মাবাদ বিনতে খালিদ
  • উম্মে মাহজান
  • উম্মে রুমান বিনতে আমির
  • উম্মে শারীক
  • উম্মে সালামা
  • উম্মে সুলাইম বিনতে মিলহান
  • উম্মে হাকিম
  • উম্মে হানি বিনতে আবি তালিব
  • উম্মে হারাম বিনতে মিলহান

ক দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ 

  • কুতায়লাহ্ বিনতে আব্দুল উজ্জা

খ দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ 

  • খাওলা বিনতে সালাবা
  • খাওলা বিনতে হাকিম
  • খাওলাহ বিনতে আল-আযওয়ার
  • আল খানসা

জ দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ 

  • জয়নব বিনতে আলী
  • জয়নব বিনতে খুযায়মা
  • জয়নব বিনতে জাহশ
  • জয়নব বিনতে মুহাম্মাদ
  • জামিলা বিনতে সাবিত
  • জুওয়াইরিয়া বিনতে আল-হারিস
  • জুমানাহ্ বিনতে আবু তালিব

ন দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ 

  • নুসাইবা বিনতে আল হারিস
  • নুসাইবা বিনতে কা'ব

ফ দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ 

  • ফাতিমা বিনতে আসাদ
  • ফাতিমা বিনতে কায়স
  • ফাতিমা বিনতে খাত্তাব

ম দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ  

  • মায়মুনা বিনতে আল হারিস
  • মারিয়া আল কিবতিয়া

য  দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ  

  • যয়নব বিনতে আবি সালামা
  • যায়নাব বিনতে আবি মুয়াবিয়া
  • যুনাইরাহ আল-রুমাইয়া

র  দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ  

  • রামালাহ বিনতে আবি সুফিয়ান
  • রায়হানা বিনতে জায়েদ
  • রুকাইয়াহ বিনতে মুহাম্মাদ
  • রুফাইদা আল আসলামিয়া
  • রুবায়িয়ু বিনতে মুয়াওবিয

ল  দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ  

  • লায়লা বিনতে আল-মিনহাল
  • লুবাবা বিনতে আল হারিস
  • লুবায়নাহ্

শ  দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ  

  • শায়মা বিনতে আল হারিস
  • শিফা বিনতে আবদুল্লাহ

স  দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ  

  • সাওদা বিনতে জামআ
  • সাফিয়া বিনতে হুওয়াই
  • সাফিয়াহ বিনতে আবদুল মুত্তালিব
  • সালমা উম্মে আল-খায়ের
  • সিরিন বিনতে শামউন
  • সুওয়াইবা আল-আসলামিয়াহ
  • সুমাইয়া বিনতে খাব্বাত

হ  দিয়ে নারী সাহাবাদের নাম অর্থসহ  

  • হাওয়া বিনতে ইয়াজিদ
  • হামনা বিনতে জাহাশ
  • হালাহ বিনতে ওয়াহব
  • হালিমা আস সাদিয়া
  • হিন্দ বিনতে আওফ
  • হিন্দ বিনতে উতবা 
  • হাফসা বিনতে উমর

পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ

  •    নাম--------------------------------------------------------- ----অর্থ 

  • আবরার -----------------------------------------------নেক লোক,সৎ লোক। 
  • আজমাল---------------------------------------------- অতি সুন্দর। 
  • ইহতেরা- ----------------------------------------------সম্মান প্রদর্শন। 
  • আখতার------------------------------------------------ তারা। 
  • আশরাফ---------------------------------------------- বুজুর্গ, ভদ্র 
  • আফরোজ- --------------------------------------------- আলোকিত 
  • আফসার- --------------------------------------------- বিচারক। 
  • আনিস ---------------------------------------------- বন্ধু,প্রিয়জন। 
  • বদর----------------------------------------------  পূর্ণিমার চাঁদ। 
  • বাহার----------------------------------------------  বসন্তকাল 
  • আমির--------------------------------------------- - নেতা, হাকিম। 
  • আনোয়ার----------------------------------------------  উজ্জ্বল, জ্যোতি। 
  • আতহার- --------------------------------------------- পবিত্র। 
  • আফতাব--------------------------------------------- - সূর্য 
  • ইফতেখার----------------------------------------------  গৌরব, সম্মান প্রতিষ্ঠাতা। 
  • আঞ্জুমান----------------------------------------------  মাহফিল। 
  • জালিশ---------------------------------------------  -সরকারি, বন্ধু। 
  • জামিল----------------------------------------------  সুন্দর 
  • জাওহার- --------------------------------------------- মূল্যবান পাথর। 
  • যাহা- --------------------------------------------- দুনিয়া
  • হাফিজ---------------------------------------------- রক্ষক, হেফাজতকারী 
  • হালিমা----------------------------------------------  ধৈর্যশীল। 
  • হাসমত----------------------------------------------  ঝাঁকঝক 
  • হুমাইরা----------------------------------------------  সুন্দরী। 
  • খালিদ----------------------------------------------  সর্বদা থাকা। 
  • খায়ের- --------------------------------------------- উত্তম। 
  • খোরশেদ----------------------------------------------  সূর্য। 
  • জাকির----------------------------------------------  স্মরণকারী 
  • জাকি----------------------------------------------  মেধাবী 
  • রাজি----------------------------------------------  প্রত্যাবর্তনকারী 
  • রাহাত----------------------------------------------  আরাম, প্রশান্তি। 
  • জাহিদ- --------------------------------------------- খোদা ভীরু। 
  • সাজিদ- --------------------------------------------- সেজদা কারী। 
  • শাহির- --------------------------------------------- জাদুকর 
  • রইস----------------------------------------------  নেতা 
  • রায়হান- --------------------------------------------- সুগন্ধিযুক্ত ঘাস। 
  • সায়ের- --------------------------------------------- ভ্রমণকারী। 
  • সাঈদ- --------------------------------------------- পুণ্যবান 
  • সাআদ- --------------------------------------------- নেক, মোবারক। 
  • সালিম----------------------------------------------  সুস্পষ্ট, সুস্থ। 
  • সাকির----------------------------------------------  কৃতজ্ঞ। 
  • শাহেদ--------------------------------------------- - উপস্থিত। 
  • শাহীন- --------------------------------------------- বাজপাখি। 
  • শাফকাত----------------------------------------------   মহব্বত স্নেহ। 
  • সিদ্দিক----------------------------------------------  সত্যবাদী 
  • সায়েম----------------------------------------------  রোজাদার
  • সাদিক----------------------------------------------  সত্যবাদী 
  • সগীর----------------------------------------------  অপ্রাপ্ত 
  • সাবির- --------------------------------------------- ধৈর্যশীল 
  • শিরিন----------------------------------------------  মিষ্টি প্রিয়। 
  • তহির- --------------------------------------------- পবিত্র। 
  • তবিব----------------------------------------------  ডাক্তার, হেকিম। 
  • আবিদ--------------------------------------------- - ইবাদতকারী। 
  • আজিজ----------------------------------------------  বাধ্য। 
  • আদিল----------------------------------------------  ন্যায় বিচারক । 
  • অসীম----------------------------------------------  রক্ষক।  
  • আলিম----------------------------------------------  জ্ঞানী। 
  • আতিক----------------------------------------------  মুক্ত, স্বাধীন।  
  • ইসমাত----------------------------------------------  পবিত্র। 
  • ইফাত- --------------------------------------------- পবিত্রতা, স্বাধীনতা।
  • কিফায়েত- --------------------------------------------- -যথেষ্ট। 
  • কালীন- ---------------------------------------------- কথোপকথনকারী 
  • কামাল-- --------------------------------------------- পূর্ণতা সৌন্দর্য। 
  • কাউসার-- --------------------------------------------- বেহেস্তের একটি নালা। 
  • গুল- - ---------------------------------------------ফুল 
  • গাওহার- - ---------------------------------------------মুক্তা। 
  • লাবিব-- --------------------------------------------- জ্ঞানী 
  • লুতফ-- --------------------------------------------- করুণা, মজা, সৌন্দর্য, শোভা। 
  • লতিফ-- --------------------------------------------- তীক্ষ্ণ দৃষ্টি। 
  • লোকমান-- --------------------------------------------- জ্ঞানী, অভিজ্ঞ। 
  • লিয়াকত- - ---------------------------------------------যোগ্যতা, দক্ষতা। 
  • মাজিদ- - ---------------------------------------------বুজুর্গ, সম্মানিত। 
  • মুবাশ্বির-- --------------------------------------------- সুসংবাদদাতা। 
  • মুবিন-- --------------------------------------------- স্পষ্ট, প্রকাশ্য। 
  • মুজাহিদ-- --------------------------------------------- ধর্ম যোদ্ধা। 
  • মতিন -- --------------------------------------------- দৃঢ়, শক্ত 
  • মুজাদিদ-- --------------------------------------------- নব সৃষ্টিকারী 
  • মুজিব-- --------------------------------------------- গ্রহণকারী, উত্তরদাতা। 
  • মাহমুদ- ---------------------------------------------- প্রশংসিত 
  • মহসিন- - ---------------------------------------------উপকারী, দয়ালু। 
  • মুহি-- --------------------------------------------- জীবিত কারী। 
  • মুরাদ-- --------------------------------------------- উদ্দেশ্য, আশা। 
  • মুস্তাফিদ-- --------------------------------------------- উপকারী। 
  • মাসুদ- - ---------------------------------------------সৌভাগ্যবান। 
  • মেসবাহ-- --------------------------------------------- প্রদীপ। 
  • মাযহার-- --------------------------------------------- প্রকাশ মান। 
  • মুতাসিম-- --------------------------------------------- সাহায্যপ্রার্থী 
  • মিরাজ- ---------------------------------------------- শিরি। 
  • মারুফ- - ---------------------------------------------প্রসিদ্ধ। 
  • মুঈজ -- --------------------------------------------- সম্মান প্রদানকারী। 
  • মিনহাজ- ---------------------------------------------- প্রশস্ত রাজপথ। 
  • নাসির- - ---------------------------------------------সাহায্যকারী। 
  • নাজির-- --------------------------------------------- ভীতি প্রদর্শন। 
  • নাসিম- - ---------------------------------------------মৃদু বায়ু। 
  • নাফিস-- --------------------------------------------- পছন্দনীয় 
  • নেহাল-- --------------------------------------------- সন্তুষ্ট সুখী। 
  • নিয়াজ- ---------------------------------------------- উৎসর্গ, প্রার্থনা। 
  • ওয়াসিম-- --------------------------------------------- সুন্দর। 
  • হারুন-- --------------------------------------------- নেতা 
  • হিলাল -- ---------------------------------------------নতুন চাঁদ।
  • উসামা--- ---------------------------------------------সিংহ
  • উবাইদা--- ---------------------------------------------নগণ্য দাসী
  • হামদান--- ---------------------------------------------প্রশংসাকারী
  • রাযীন--- ---------------------------------------------গাম্ভীর্যশীল
  •  নাবহান-- ----------------------------------------------খ্যাতিমান
  •  মামদুহ--- ---------------------------------------------প্রশংসিত
  • ইমাদ-- ----------------------------------------------সুদৃঢ়স্তম্ভ, খুঁটি
  • নাদীম--- ---------------------------------------------অন্তরঙ্গ বন্ধু
  • হুসাম-- ----------------------------------------------ধারালো তরবারি
  • তামীম-- ----------------------------------------------দৈহিক ও চারিত্রিকভাবে পরিপূর্ণ
  • হাম্মাদ--- ---------------------------------------------অধিক প্রশংসাকারী
  • সাফওয়ান--- ---------------------------------------------স্বচ্ছ শিলা
  • গানেম--- ---------------------------------------------গাজী, বিজয়ী, সফল, লাভবান
  • খাত্তাব--- ---------------------------------------------সুবক্তা, বড় বক্তা
  • সাবেত--- ---------------------------------------------অবিচল
  •  ইয়াদ--- ---------------------------------------------শক্তিমান
  • ইয়াস-- ----------------------------------------------দান, বিনিময়
  • শাকের--- ---------------------------------------------কৃতজ্ঞ
  • সুহাইব--- ---------------------------------------------যার চুল কিছুটা লালচে
  • কুদামা--- ---------------------------------------------অগ্রণী
  • আব্দুল মুজিব-- ----------------------------------------------উত্তরদাতার বান্দা
  • আব্দুল মুমিন-- ----------------------------------------------নিরাপত্তাদাতার বান্দা
  • রাকীব -- ----------------------------------------------  পর্যবেক্ষক।
  • রাযীন  -- ----------------------------------------------গাম্ভীর্যশীল।
  • রাফাত -- ----------------------------------------------অনুগ্রহ।
  • রিফাত - ---------------------------------------------- উচ্চমর্যাদা।
  • রওনক -- ---------------------------------------------- সৌন্দর্য।
  • রফীকুল  -- ----------------------------------------------উচ্ছ।
  • রফ’আত -- ---------------------------------------------- সম্মান, উচ্চতা, উন্নতি।
  • রসূল  -- ----------------------------------------------দূত, বার্তাবাহক, নবী।

শেষকথাঃ সাহাবীদের নাম অর্থসহ ছেলেদের। পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ

আজকে আমাদের আর্টিকেলে সকল সাহাবীদের নামের তালিকা এবং এদের মধ্যে কিছু সাহাবীদের নামের অর্থ উল্লেখ্য করা হয়েছে। পুরুষ সাহাবীদের নাম অর্থসহ অনেকেই অনুসন্ধান করে থাকেন,তাই তাদের জন্য সুন্দর সুন্দর পুরুষ সাহাবীদের নাম অর্থসহ নিয়ে আমরা উপস্থিত হয়েছি। 


আশা করি আপনারা আপনাদের সন্তানের জন্য উপযুক্ত নাম খুজতে সহ্মম হয়েছেন। আমাদের আর্টিকেলটি পরে উপকৃত হয়ে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। 🥰 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url