দেবীর আগমন ও গমন ২০২৩ - শারদীয় দূর্গা পূজা ২০২৩ কবে
হিন্দু ধর্ম অনুসারী সকলকেই জানাই শারদীয় দূর্গা পূজা ২০২৩ -এর শুভেচ্ছা ও অভিনন্দন। দুর্গা পুজা ২০২৩ এর প্রস্তুতি অনেক জোরে সরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সবার আগে আপনাদের জানাই আমাদের আজকের আর্টিকেলটি হচ্ছে দেবী দুর্গার আগমন কিসে বা কোন বাহকে আরোহন করে শ্বশুরবাড়ি থেকেই মায়ের বাড়ি আসবেন বা আগমন করবেন।
এবং শ্বশুর বাড়িতে আবার দেবী দুর্গা কোন বাহকে গমন করবেন। তাছাড়া আপনারা আমাদের এই ছোট্ট আর্টিকেলে দূর্গা পূজার 2023 ছবি ডাউনলোড করতে পারবেন। আশা করব আমাদের আর্টিকেলটি খুব মনোযোগ দিয়ে পড়বেন এবং আপনার প্রশ্নের উত্তর গুলো খুজে পাবেন।
সুচিপত্রঃ দেবীর আগমন ও গমন ২০২৩ - শারদীয় দূর্গা পূজা ২০২৩ কবে
দেবীর আগমন ও গমন ২০২৩- Goddess Durga's Arrival in 2023
দেবী ভাগবত পুরাণ অনুসারে দেবীর আগমনের জন্য বিভিন্ন বাহন রয়েছে। বিশ্বাস করা হয় যে মা যে বাহনে চড়ে পৃথিবীতে আসেন, সেই বাহনেই ভবিষ্যতের ঘটনাবলীর সংকেত বহন করে। দেবী ভাগবত পুরাণ অনুসারে, প্রতি বছর মা দুর্গা বিভিন্ন যানবাহনে চড়ে পৃথিবীতে আসেন।
দেবীর আগমন ও গমন ২০২৩-দেবী ভাগবত পুরাণ অনুসারে, এটি বিশ্বাস করা হয় যে নবরাত্রি যদি সোমবার বা রবিবারে শুরু হয় তবে এর অর্থ দুর্গা মা হাতিতে চড়ে আসবেন।
অন্যদিকে, দিনটি যদি শনিবার বা মঙ্গলবার হয়, তবে দুর্গা মা ঘোড়ায় চড়ে আসেন। নবরাত্রি যদি বৃহস্পতিবার বা শুক্রবার শুরু হয়, তবে দুর্গা মা পালকিতে চড়ে আসেন। যদি বুধবার নবরাত্রি শুরু হয়,তবে দুর্গা মা নৌকায় আসেন।
কোন বাহন বা বাহক কিসের প্রতীক-
- দোলাঃ দোলা অর্থাৎ পালকি হচ্ছে মহামারী বা মরকের প্রতীক।
- নৌকাঃ নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল উত্তপন্ন হয়। Goddess Durga's Arrival in 2023
- গজঃ গজ বা হাতি হচ্ছে শান্তি ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য-শ্যামলা হতে পারে। Goddess Durga's Arrival in 2023
- ঘটকঃ ঘটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এলো মেলো অবস্থার সম্মুখীন হতে পারে। যেমন, যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত মনে করা হয় ঘটককে।
হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয় যে,যদি কোন বছর দেবী দুুর্গার আগমন ও গমন একই বাহনে হয় তাবে তা অত্যন্ত অশুভ সংকেত বহন করে।
মা দুর্গার কিসে আগমন ২০২৩-Goddess Durga's Arrival in 2023
যে বিষয়টি হিন্দু রীতিতে বিশেষ ভাবে লহ্ম্য করা হয় তা হচ্ছে দেবীর আগমন,মা দুর্গার কিসে আগমন ২০২৩ অর্থাৎ দেবী দুর্গা কিসে বা কোন বাহকে আরহন করে আগমন করবেন ?
কেননা হিন্দু ধর্ম অনুসারীরা মনে প্রাণে বিশ্বাস করেন যে দেবী দুর্গা যখন যে বাহনে আগমন করেন তখন সে বাহনের গুণাবলী সঙ্গে নিয়ে আসেন। দেবী দুর্গার বাহন হচ্ছে চারটি এবং এই চারটি বাহন নির্দিষ্ট কিছু সংকেত বহন করে থাকে। এর মধ্যে কিছু শুভ এবং কিছু অশুভ সংকেত নিয়ে আসে।
হিন্দুরা বিশ্বাস করেন যে দেবীর আগমনের বাহন সারা বছর কেমন কাটবে সেই সংকেত নির্ধারণ করে। মা দুর্গার কিসে আগমন ২০২৩-আগামী ১৮ ই অক্টোবর রোজ বুধবার মহালয়ের মাধ্যমে দেবী দুর্গা আগমন করবেন তার বাহন নৌকায় চড়ে।
নৌকায় করে মা দুর্গা দেবী আগমন করবেন। দুর্গার আগমন নৌকায় অর্থ অতিমাত্রায় বৃষ্টি ও প্লাবনের লহ্মন। দুর্গা দেবীর আগমন বাহক নৌকা মানে প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্খা হতে পারে এবং যার ফলে বন্যা হতে পারে। যদিও বিষয় গুলো শাস্ত্র হতে সংগৃহীত।
এবার মা দুর্গার কিসে গমন-Goddess Durga's Departure in 2023
Goddess Durga's Departure in 2023 অর্থাৎ এবার মা দুর্গার কিসে গমন করবে তা জানতে অনেকেরই প্রশ্ন করেছেন। মা দুর্গার গমন করবেন তার বাহক ঘটকে। এবার মা দুর্গার নৌকায় গমন করবেন। এবছর অর্থাৎ দেবী দুর্গার গমন ২০২৩ অশুভ। কারন ঘটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এলো মেলো অবস্থার সম্মুখীন হতে পারে। যেমন, যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত মনে করা হয় ঘটককে।
বিভিন্ন স্থানের বিভিন্ন পঞ্জিকা দেখে, বিভিন্ন মতামত মেনে দুর্গা পুজো করা হয় Goddess Durga's Departure in 2023। সেই অনুযায়ী দেবীর আগমন ও গমন বদলাতেও পারে। মা দুর্গা হছে দুর্গতিনাশিনী এবং বাঙালির ঘরে কন্যা রুপে আগমন করেন,তাই মা দুর্গার আগমনই হচ্ছে সকল হিন্দু বাঙ্গালীর জন্য আনন্দ ও উৎসবের।
মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী শেষে বিজয়া দশমী পালিত হবে আগামী ২৪ অক্টোবর রোজ মঙ্গলবার। এরপর মা দুর্গার বিসর্জন। বিসর্জনের পর মা দুর্গা কৈলাসে তার স্বামী মহাদেবের কাছে ফিরে যাবেন ,তিনি যাবেন তার বাহন নৌকায়।
নৌকায় আগমন- Goddess Durga's Arrival in 2023 (Arrival on boat)
এইবছর মা দুর্গা নৌকায় আগমন করবেন। কিছু দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা। যেহেতু দেবী পুরান অনুযায়ী মহালয় বা নবরাত্রী যদি রবিবার বা সোমবার এ শুরু হয় তবে মা দুর্গার আগমন হবে নৌকায় চরে দেবী দুর্গা আগমন করবেন পৃথিবীতে। নৌকায় আগমন, মা দুর্গার বাপের বাড়ী আগমনকে হিন্দুরা শুভ সংকেত মনে করে থাকেন। Goddess Durga's Arrival in 2023 হবে নৌকায় আগমন।
দূর্গা পূজা ২০২৩ ছবি। দূর্গা প্রতিমার ছবি। দূর্গা পূজার ছবি ২০২৩
দূর্গা পূজা ২০২৩ ছবি -শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনলাইনে আমরা অনেকেই দুর্গা পূজার অথবা মা দু্র্গার মূর্তির ছবি খুঁজে। আপনাদের জন্য আজকে আমরা কিছু সুন্দর সুন্দর দুর্গা মূর্তি অথবা পূজার ছবি কালেক্ট করে নিয়েছে উপস্থাপনা করলাম। এখন আপনার আমাদের আর্টিকেল থেকে বিনা দ্বিধায় দু্র্গা পুজা ২০২৩ ছবি গুলো ডাউনলোড করে আপনাদের কাজে লাগাতে পারেন।
শেষকথাঃ দেবীর আগমন ও গমন ২০২৩ - শারদীয় দূর্গা পূজা ২০২৩ কবে
যদিও এবার মা দুর্গার কিসে গমন করবে তা আপনারা জানতে পেরেছেন। মা দুর্গার আগমন যেহেতু নৌকায় তাই হিন্দু ধর্মানুসারীরা মনে করেন মা দুর্গার গমন অনেকটাই অশুভ হতে পার। তাই মহামায়ার দেবী মা দুর্গার কাছে প্রার্থনা করে আশির্বাদ নেওয়া এবং অশুভ হতে সাবধান থাকার চেষ্টা করা। মা দুর্গা যেন আবার শুভ দিন নিয়ে আসতে পারে এই প্রার্থনা করুন।
যদিও আমি একজন মুসলিম লেখিকা তাই আমার ভুল-ত্রুটি হ্মমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আশা করি আমাদের ব্লোগটি আপনার ভালো লেগেছে, এতহ্মন সময় নিয়ে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। 😊
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url