ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশ - ঈদুল ফিতর 2023

ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশে উদযাপিত হবে তা জানতে আপনি সঠিক জায়গায় প্রবেশ করেছন। পুরো বিশ্ব যেখানে সৌদি আরব এর সময়ের সাথে মিল করে ঈদ উদযাপন করে সেখানে বাংলাদেশ একদিন পরে ঈদ উদযাপন করে।

ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশে উদযাপিত হবে তা জানতে আপনি সঠিক জায়গায় প্রবেশ করেছন

কেন বাংলাদেশে ঈদ পরে উদযাপন করা হয় এবং ঈদুল ফিতর ফজিলত কি, ঈদুল ফিতর নামাজের নিয়ম ইত্যাদি তথ্য জানতে আমাদের আর্টিকেল সম্পুর্ন প্রুন।  

সূচিপত্রঃ ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশ - ঈদুল ফিতর 2023

ঈদুল ফিতর কি? ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশ

ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে এই প্রশ্নের উত্তর হচ্ছে, শাওয়াল মাসের চাঁদের প্রথম তারিখে একটি ঈদ উদযাপিত হয়। শাওয়াল মাসের এই প্রথম তারিখের ঈদকে আমরা বলি ঈদুল ফিতর। ঈদ অর্থ খুশি। ইসলাম ধর্মের বিধানে দুটি ঈদ নির্ধারিত হয়েছে এই উভয় ঈদের দিনে সকল মুসল্লিদের একত্রিত হয়ে শোকর আদায়ের জন্য দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব।

রহমতের দীর্ঘ ৩০ দিন রোজা পালনের পর আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের দিনটি খুশি উদযাপনের জন্য দিয়েছেন। ঈদুল ফিতর একটি বৎসরীক উৎসব যার অর্থ হচ্ছে রোজা ভাঙ্গার উৎসব। ইসলাম ধর্মের মূল দুটি উৎসবের মধ্যে বড় উৎসবই হচ্ছে ঈদুল ফিতর। 

ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশ। ঈদুল ফিতরে কি কি কাজ সুন্নাত? Eid al-Fitr 2023 in Bangladesh

আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ ঈদুল ফিতরের দিনে কিছু সুন্নাত পালন করতেন,নিম্নে সেই সুন্নত গুলো উল্লেখ করা হলো। ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে তা জানতে ড্রিম আইটিসি এর সাথেই থাকুন।

ঈদুল ফিতর এর ১৩ টি কাজ করা সুন্নাত- 
  • শরীয়তের সীমার মধ্যে থেকে যথাসাধ্য সুসজ্জিত হওয়া। অর্থাৎ ভালো পোশাক পরিধান করা এবং খুশি প্রকাশ করা। 
  • গোসল করা। 
  • মেসওয়াক করা। 
  • যথাসম্ভব উত্তম ভাবে নিজেকে সুদর্শন করা। 
  • খুঁজবো অথবা আতর লাগানো। 
  • ভোরবেলায় বিছানা থেকে উঠে যাওয়া।
  • ফজরের নামাজের পরে ভোর থাকা অবস্থায় ঈদগায় যাওয়া। 
  • ঈদগায়ে যাওয়ার আগে খুরমা অথবা অন্য কোন মিষ্টি দ্রব্য গ্রহণ করা। 
  • ঈদগা যাওয়ার আগে সদকায়ে ফিতরা দান করা। 
  • ঈদের নামাজ মসজিদে না পড়ে ইথাই সবার সাথে পড়া।তবে কোন কারণ থাকলে মসজিদে পড়া যেতে পারে। 
  • বিদ্যায় যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। 
  • ঈদগায় পায়ে হেঁটে যাওয়া। 
  • ঈদগায় যাওয়ার সময় নিম্নলিখিত তাবৃত্তি আস্তে আস্তে- 
                                        الله اكبر الله اكبر -لا اله الا الله والله اكبر- الله اكبر ولله الحمد  
    "আল্লাহু আকবার আল্লাহু আকবার- লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।-আল্লাহু আকবার লিল্লাহিল হামদ।"

    ঈদুল ফিতরে কি কি কাজ বর্জনীয়? ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশ

    উভয় ঈদের দিনে নামাজ পড়া ওয়াজিব। জুমার নামাজের জন্য যে সকল শর্ত মেনে চলতে হয় ঠিক একই রকম শর্ত দুই ঈদের নামাজের জন্য প্রযোজ্য। তুমি সে ক্ষেত্রে জুমার নামাজের খুতবা ফরজ দুই ঈদের নামাজের খুতবা সুন্নত।

    কিন্তু জুমার খুতবার নাই দুই ঈদের খুতবা সোনাও ওয়াজিব। আসুন জেনে ঈদুল ফিতরের কি কি কাজ বর্জনীয় এবং ঈদুল ফিতর ২০২৩ আমরা কি কি সুন্নত পালন করতে পারি?
    • খুতবা চুপ করে কান লাগিয়ে শুনতে হবে অতি মনোযোগ সহকারে।
    • কথাবার্তা বলা যাবে না ।
    • চলাফেরা করা যাবে না। 
    • নামাজ পড়া যাবে না। 
    • দোয়া করাও যাবে না। 
    উপরোক্ত বিষয়গুলো দুই ঈদের ক্ষেত্রেই বর্জনীয় এবং হারাম।

    ঈদুল ফিতর ২০২৩? ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশ। Eid al-Fitr 2023 in Bangladesh

    ঈদুল ফিতর ২০২৩ বাংলাদেশে কবে পানল করা হবে তা সম্পূর্ন নির্ভর করছে চাঁদ দেখার উপর। পবিত্র মাহে রমজান শেষে প্রতি বছরই বাংলাদেশ সহ সকল মুসলিম রাষ্ট্রগুলো ঈদুল ফিতর অনেক আনন্দের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে উদযাপন করে।  

    ঈদুল ফিতর রমজান মাস শেষে শাওয়াল মাসের প্রথম চাঁদ দেখার সাথে সাথে শুরু হয়ে যায়। আরবী হিজরির শাওয়াল মাসের ১ তারিখ হতে ৩ তারিখ পর্যন্ত উদযাপন করা হয়ে থাকে। 

    ২০২৩ সালের ঈদুল ফিতর কত তারিখ? ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশ

    আপনারা অনেকেই সঠিক জানেন না যে, ২০২৩ সালের ঈদুল ফিতর কত তারিখ এই বছরে। অনলাইনে অনেকেই দেখা গেছে আপনার ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে লিখে অনুসধান করেছেন। ঈদুল ফিতর ২০২৩ বা ঈদুল ফিতর ১৪৪৪ এইবছর কত তারিখে হবে তা নির্ভর করছে রমজান মাসের উপর।

    হিজরি ১৪৪৪ রমজান মাস শেষ হবে ২১ শে এপ্রিল ২০২৩, অর্থাৎ ২০২৩ সালের ২২ শে এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ২০২৩ বাংলাদেশে পালিত হবে। (চাঁদ দেখার উপর নির্ভরশীল)

    সাধারণত চাঁদের ভৌগলিক অবস্থানের কারনে পুরোবিশ্ব এবং মধ্যপ্রাচ্যের চেয়ে একদিন পর হতে শুরু হয় বাংলাদেশে ঈদুল ফিতর। সেজন্য পৃথিবীর বেশির ভাগ মুসলিম রাষ্ট্রগুলো আমাদের একদিন আগে রমজান শুরু করতে পারে এবং ঈদ সহ  হিজরি বছর উদযাপন করতে পারে।

    ২১ শে এপ্রিল রোজ শুক্রবার বাংলাদেশের আকাশে যদি চাঁদ দেখা যায় ,তবে ২২ শে এপ্রিল রোজ শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৩ উদযাপিত হবে "ইনশাহ আল্লাহ"।  

    ঈদুল ফিতর নামাজের নিয়ম কি? Eid al-Fitr 2023 in Bangladesh

    ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশে নামাজ অনুষ্ঠিত হবে তা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। এখন আসুন জেনে নিন ঈদুল ফিতর নামাজের নিয়ম কি? আপনি কোন নিয়ম অনুসরন করে ঈদুল ফিতর নামাজ আদায় করবেন।

    নিম্নে ঈদুল ফিতর ২০২৩ এর নামাজের নিয়ম বর্ণনা করা হলো-

    • ঈদুল ফিতর নামাজের নিয়ত করে "আল্লাহু আকবার " বলে হাত উঠিয়ে তাহরিমা বাধতে হবে। 
    • এরপর সানা অর্থাৎ সুবানাকা পড়তে হবে।
    • কিন্তু মনে রাখতে হবে আউজুবিল্লাহ ও বিসমিল্লা পড়া যাবে না।
    • এরপর তিনবার আল্লাহু আকবার বলে তাকবীর বলতে হবে এবং প্রত্যেকবার হাত কান পর্যন্ত উঠে ছেড়ে দিতে হবে। 
    • প্রত্যেক তাকবীরের পর তিনবার সুবহানাল্লাহ বলা যায় পরিমাণ সময় থামতে হবে। ( ৩ সেকেন্ড)
    • তৃতীয়বার তাকবীর বলে হাত ছেড়ে দেওয়া যাবে না। 
    • দুই হাত বেধে তার মা বেঁধে নিবেন। 
    • তারপর আউজুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতেহা এবং অন্য একটি সূরা পড়ে অন্যান্য নামাজের মত রুকু সিজদা করতে হবে। কিন্তু দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা ফাতেহা ও অন্যান্য সূরা পড়ার পর সঙ্গে সঙ্গে রুকুতে যাওয়া যাবে না। বরং উপরোক্ত নিয়মে তিনবার তকবির বলতে হবে। 
    • তৃতীয় তকবির বলাপার হাত বাধা যাবে না বরং হাত ছেড়ে রেখে চতুর্থ তকবির বলে রুকুতে যেতে হবে।

    ঈদুল ফিতর নামাজের নিয়ত কি? 

                                •نويت ان اصلي لله تعالى ركعه الواجب صلاة عيد الفطر مع ست تكبيرات واجبات

    উচ্চারণঃ"নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তায়ালা রকাতিল ওয়াযিবি সালাতি ঈদিল ফিতরি মাআ সিত্তি তাকবিরতিউ ওয়াজিবাত"

    অর্থঃ"আমি ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ ঈদের ছয়টি ওয়াজিব তাকবীরসহ পড়িতেছি।"

    ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশ - ঈদুল ফিতর 2023

    ঈদুল ফিতরের ফজিলত। ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশ

    যেহেতু বাংলাদেশে ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে আমরা জেনে গেছি তো এখন আমরা আপনাদেরকে ঈদুল ফিতরের ফজিলত সম্পর্কে অবগত করাবো। আসুল ঈদুল ফিতরের কিছু ফজিলত তুলে ধরা যাক। 

    একটি হাদিসে এসেছে হযরত মুহাম্মদ সাঃ বলেছেন,"যে ব্যক্তি ঈদুল ফিতর ও ঈদুল আযহার রাতে রাত জেগে থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে,যেদিন অন্যান্য মানুষের মন কিয়ামতের আতঙ্কে মৃত প্রায় হয়ে যাবে;কিন্তু সেদিন ওই ব্যক্তি নির্ভয়ে থাকিবে।-তাবরণী

    শেষকথাঃ ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশ - ঈদুল ফিতর ২০২৩

    আশা করি আমাদের আর্টিকেলটি পড়ে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ঈদুল ফিতর ২০২৩ কত তারিখে বাংলাদেশে এই আর্টিকেলটিতে আমরা আপনাদের ঈদুল ফিতর ২০২৩ কবে এর পাশাপাশি ঈদুল ফিতরে কি কি কাজ করা সুন্নত এবং কি কি কাজ করা বর্জনীয়।

    ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম,কেন বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় একদিন পরে ঈদ হয় এবং ঈদের ফজিলত সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয়ার চেষ্টা করেছি। আমাদের পোস্টটি ভালো লেগে থাকলে আপনি আপনার আপনজন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।😊 




    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url