প্রথম রোজা কত তারিখ ২০২৩ - ২০২৩ সালের রোজা কত তারিখে

"বিসমিল্লাহির রাহমানির রাহিম" ড্রিম আইসিটির পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম।আপনারা অনেকেই আছেন যারা ২০২২ এর রমজান শেষ হওয়ার সাথে সাথেই ২০২৩ সালে কখন রমজান হবে তা জানতে বেশি আগ্রহী। কেননা আমরা একটি রমজানের আমেজ শেষ না করতেই আরেকটি রমজানের প্রস্তুতি শুরু করে দিই। বছর না ঘুরতেই আমাদের রমজানের আমেজ আবার ফিরে আসে। মুসলমানদের জন্য রমজান মানেই রহমতে ৩০টি দিন। প্রত্যেক মুসলমানই প্রতিটি বছর এ রমজান মাসের জন্য অপেক্ষা করে থাকেন। 

২০২৩ সালের রমজান মাসের সময়সূচি। অথবা ২০২৩ সালের রমজান মাসের এবং ২০২৩ শাওয়াল মাস কবে থেকে শুরু হবে। তবে আসুন আমাদের আর্টিকেলটি শুরু করা যাক

আজকে আপনি আপনারা আমাদের আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন ২০২৩ সালের রমজান মাস কত তারিখে হবে ২০২৩ সালের রমজান মাসের সময়সূচি। অথবা ২০২৩ সালের রমজান মাসের এবং ২০২৩ শাওয়াল মাস কবে থেকে শুরু হবে। তবে আসুন আমাদের আর্টিকেলটি শুরু করা যাক, এবং ২০২৩ সালের রমজান মাসের বিস্তারিত তথ্য জানতে আর্টিকেলটির শেষ পর্যন্ত সাথে থাকুন। 

সুচিপত্রঃপ্রথম রোজা কত তারিখ ২০২৩ - বাংলাদেশে রোজা কবে থেকে শুরু ২০২৩

2023 সালের রোজা - পহেলা রমজান ১৪৪৪ হিজরি। ২০২৩ সালের রোজা কত তারিখে 

২০২২ যেতে না যেতেই ২০২৩ এ কবে থেকে রোজা শুরু হবে বা প্রথম রোজা কত তারিখ ২০২৩ তা জানতে আমরা ও আমাদের পাঠকরা অর্থাৎ আপনারা অনেক আগ্রহী কেননা, রমজান আসলেই আল্লাহ তায়ালা তাঁর রহমতের দরজা গুলো খুলে দেন। তাই আজকের আর্টিকেলটি আমাদের জন্য, আজ আপনারা জানতে পারবেন প্রথম রোজা কত তারিখ ২০২৩ বা ২০২৩ সালে রোজা কত তারিখে হবে। যেহেতু ২০২২ সালের প্রথম রোজা শুরু হয় ২ এপ্রিল রোজ শনিবার এবং শেষ হয় ২ মে রোজ সোমবার তাই এইবার প্রথম রোজা ২০২৩ তারিখ হচ্ছে ২২ মার্চ রোজ বুধবার  এবং শেষ হবে ২০ এপ্রিল রোজ বৃহস্পতিবার ( চাঁদের উপর নির্ভরশীল)।  

২০২৩ সালের রোজার ক্যালেন্ডার। ২০২৩ সালের রোজা কত তারিখে 

আমরা আপনাদের সুবিধার জন্য ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার তৈরি করেছি। এই ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার এ আপনারা সেহরী ও ইফতারের সময় জানতে পারবেন,যদিও এই ২০২৩ সালের রোজার ক্যালেন্ডারটি ঢাকার জন্য প্রজোয্য তাই নিচে অনান্য জেলাগুলোর সময় বিস্তারিত দেওয়া হয়েছে।  
২০২৩ সালের রমজান মাসের সময়সূচি। অথবা ২০২৩ সালের রমজান মাসের এবং ২০২৩ শাওয়াল মাস কবে থেকে শুরু হবে। তবে আসুন আমাদের আর্টিকেলটি শুরু করা যাক
                                                                                                                   
অন্যান্য জেলাঃ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার সকল জেলায় সেহরি ও ইফতারের স্থানীয় সময় প্রযোজ্য।এখন আমরা ২০২৩ সালের রোজার সময়সূচী ঢাকার সাথে সেহরি ও ইফতারের সময় যে সকল জেলা গুলোর প্রযোজ্য তা আপনাদেরকে জানাবো। ঢাকার সাথে যেসকল জেলার সেহরি সময়সূচিঃ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,টাঙ্গাইল চাঁদপুর। ঢাকার সাথে যে সকল জেলার ২০২৩ সালের রোজার ইফতার সময়সূচিঃগাজীপুর, নেত্রকোনা,পিরোজপুর,মাদারীপুর।

      ২০২৩ সালের রোজার সময়সূচী-2023 সালের রোজা। ২০২৩ সালের রোজা কত তারিখে 

      বাংলাদেশের সব স্থানে একই সময় মেনে সেহরী বা ইফতার করা হয় না, কারন বাংলাদেশে কিছু জায়গা উচু-নিচু হওয়ার জন্য এক সাথে সুর্য উদয় বা সূর্য ডুবে না। যে সকল স্থান নিচু ভুমিতে সেখানে আগেই সূর্যের ডুবে যাই বা সন্ধ্যা হয়ে যায় এবং উচু স্থানের এলাকা গুলোতে সূর্য পরে ডূবে বা পরে সন্ধ্যা হয় তাই ইফতারের সময় সকল জায়গায় একই সাথে ইফতার করা হয় না। 


      সেহরীর হ্মেত্রে ঠিক উলটো, যে সব এলাকা উচু সেখানে সেহরী আগে করতে হয় এবং যেসব এলাকা নিচু সেই এলাক গুলোতে সেহরীর সময় একটু পরে হয়। তাই এই সম্যসা সমাধানের জন্য ঢাকার সময়ের সাথে অন্য এলাকা বা জেলার সময় যোগ এবং বিয়োগ করে আপনাদের জন্য বিস্তারিত উল্লেখ করা হলো। বাংলাদেশে রোজা কবে থেকে শুরু ২০২৩ নিচে আপনার এলাকা অনুযায়ী আপনার সময় নির্ধারন করে নিন।  

      ঢাকার সময়ের সাথে যোগ করতে হবে (সেহরি) ২০২৩ সালের রোজার সময়সূচী:-

      • মানিকগঞ্জ,বগুড়া, সিরাজগঞ্জ,পঞ্চগড় ,নীলফামারি- ১ মিনিট
      • বরিশাল,ভোলা,শরীয়তপুর,ফরিদপুর,মাদারীপুর- ২ মিনিট
      • দিনাজপুর,জয়পুরহাট ,ঠাকুরগাঁও- ২ মিনিট
      • নওগাঁ, ঝালকাঠি- ৩ মিনিট
      • নাটোর,পাবনা,রাজবাড়ী,মাগুরা,পটুয়াখালী,গোপালগঞ্জ- ৪ মিনিট
      • রাজশাহী,কুষ্টিয়া, বরগুনা বাগেরহাট,ঝিনাইদহ- ৫ মিনিট
      • খুলনা,যশোর, চুয়াডাঙ্গা, ফিরোজপুর ,চাঁপাইনবাবগঞ্জ- ৬ মিনিট
      • মেহেরপুর,সাতহ্মীরা- ৭ মিনিট

      ঢাকার সময়ের সাথে যোগ করতে হবে (ইফতার) ২০২৩ সালের রোজার সময়সূচী:-

      • ময়মনসিংহ,গোপালগঞ্জ,বাগেরহাট- ১ মিনিট
      • খুলনা,টাঙ্গাইল, নড়াইল, মানিকগঞ্জ, ফরিদপুর- ২ মিনিট
      • শেরপুর,মাগুরা, জামালপুর- ৩ মিনিট
      • যশোর, সাতক্ষীরা, রাজবাড়ি, সিরাজগঞ্জ- ৪ মিনিট
      • পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ- ৫ মিনিট
      • বগুড়া, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, মেহেরপুর- ৬ মিনিট
      • রাজশাহী,নাটোর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, লালমনিরহাট- ৮ মিনিট
      • নীলফামারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ- ১০ মিনিট
      • পঞ্চগড়,ঠাকুরগাঁও- ১২ মিনিট

      ঢাকার সময়ের সাথে বিয়োগ করতে হবে (সেহরি) ২০২৩ সালের রোজার সময়সূচী:-

      • রংপুর,গাজীপুর,গাইবান্ধা ,নোয়াখালী, কক্সবাজার- ১ মিনিট
      • চট্টগ্রাম, নরসিংদী, জামালপুর- ২ মিনিট
      • কুড়িগ্রাম, শেরপুর, লালমনিরহাট- ২ মিনিট
      • ময়মনসিংহ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ফেনী- ৩ মিনিট
      • নেত্রকোনা, বি-বাড়িয়া, রাঙ্গামাটি, বান্দরবান- ৪ মিনিট
      • খাগড়াছড়ি, হবিগঞ্জ- ৬ মিনিট
      • সুনামগঞ্জ, মৌলভীবাজার- ৮ মিনিট
      • সিলেট -৯ মিনিট

      আরো পড়ুনঃ রমজানের বরকত লাভ অব্যাহত রাখার সেরা চারটি উপায় 

      ঢাকার সময়ের সাথে বিয়োগ করতে হবে (ইফতার) ২০২৩ সালের রোজার সময়সূচী:-

      • কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, ঝালকাঠি- ১ মিনিট 
      • বরিশাল, পটুয়াখালী, বরগুনা, সুনামগঞ্জ, চাঁদপুর- ২ মিনিট 
      • বি বাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ- ৩ মিনিট
      • সিলেট, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার- ৪ মিনিট
      • ফেনী- ৫ মিনিট 
      • চট্টগ্রাম, খাগড়াছড়ি- ৮ মিনিট 
      • রাঙ্গামাটি- ৯ মিনিট 
      • বান্দরবান, কক্সবাজার- ১০ মিনিট 
      তাহলে আপনারা আপনাদের জেলা বা এলাকার সাথে ২০২৩ সালের রোজার সময়সূচী অনুযায়ী সময় যোগ অথবা বিয়োগ করে সেহরী ও ইফতার এর সময় ঠিক করেতে পারবেন। 

      ২০২৩ সালের রোজার ঈদ কত তারিখে। ২০২৩ সালের রোজা কত তারিখে 

      ঈদ মানেই মুসলমানদের জন্য আনন্দের দিন। রোজা শেষ হয়ে যাওয়ার কষ্টকে ঈদের আনন্দের কিছুটা শান্তনা দেওয়া যায়। তাছাড়া রোজার ৩০ টা দিন নিষ্ঠার সাথে রোজা পালন করার পর আল্লাহ তায়ালা ঈদের দিনটি আমাদের সকল মুসলমানদের জন্য উপহার সরুপ দান করেন। তাই আপনারা প্রথম রোজা কত তারিখ ২০২৩ হবে তা জানার পাশাপাশি ২০২৩ সালের রোজার ঈদ কত তারিখে হবে তা জান্তেও বেশ আগ্রহ প্রকাশ করেছেন।

      তবে আসুন জেনে নেওয়া যাক ২০২৩ সালের রোজার ঈদ কত তারিখে? যেহেতু চাঁদের উপর নির্ভর করে ২০২৩ সালের প্রথম রোজার তারিখ ২২ মার্চ মনে করা হচ্ছে এবং শেষ হবে ২০ এপ্রিল, তাই যদি ৩০ টি রোজা সম্পূর্ন হয় তবে ২০২৩ সালের রোজার ঈদ হবে ২১ এপ্রিল তারিখে এবং দিনটি হবে রোজ শুক্রবার। এইবার মোট ৩০ টি রোজা হলে ২০২৩ সালের রোজার ঈদ জুম্মার দিন অনুষ্ঠিত হবে এবং যদি ২৯ টি রোজা হয় তবে ২০২৩ সালের রোজার ঈদ হবে ২০ এপ্রিল রোজ বৃহস্পতিবারে। আমাদের মনে রাখে হবে যে রোজা আরবী মাস অনুযায়ী পালন করা হয় এনং আরবী মাসের তারিখ নির্ভর করে চাঁদ দেখার উপর তাই আমদের আর্টিকেলে বর্ননা করা তারিখ গুলো হচ্ছে ইংরেজী মাস অনুযায়ী তাই রোজার তারিখ আগে-পিছে হওয়ার সম্ভাবনা থেকেই যায়।  

      শেষকথাঃ প্রথম রোজা কত তারিখ ২০২৩ - বাংলাদেশে রোজা কবে থেকে শুরু ২০২৩

      আমাদের প্রতিটি মুসলমানদের জন্য ২০২৩ সালের রমজান মাস বা প্রথম রোজা কত তারিখে ২০২৩ বিস্তারিত জানা অপরিহার্য। প্রতিটি মুসলমান অধীর আগ্রহে এ রমজান মাসের অপেক্ষা করে থাকেন। কেননা রমজান মাসের গুরুত্ব মুসলিম জাতির জন্য অপরিসীম। 

      আশা করি আপনারা আমাদের আর্টিকেলের মাধ্যমে খুব ভালোভাবে জানতে পেরেছেন যে,২০২৩ সালের রোজা কত তারিখে বা প্রথম রোজা কত তারিখ থেকে শুরু হবে বাংলাদেশে এবং ২০২৩ সালের ক্যালেন্ডার বা সময়সূচি এবং ২০২৩ সালের রোজার ঈদ কত তারিখে তা জানতে পেরেছেন,আমরা আপনাদেরকে এই যাবতীয় তথ্য দিয়ে খুবই আনন্দিত।

      এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা আমাদের  ওয়েবসাইটে রমজান মাসে আরো গুরুত্বপূর্ণ তথ্য, ইবাদত এবং অন্যান্য যাবতীয় বিধি নিষেধ সম্পর্কে আপনাদেরকে আগামীতে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ।😊 


      এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

      পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
      এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
      মন্তব্য করতে এখানে ক্লিক করুন

      এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

      comment url